একুশে জুলাই উপলক্ষে গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড় - TMC 21 July Preparation - TMC 21 JULY PREPARATION
Published : Jul 20, 2024, 9:06 PM IST
রাত পোহালেই 21 জুলাই ৷ তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস ৷ ধর্মতলার ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভার ভাষণ শুনতে শনিবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে তৃণমূলের নেতা কর্মীরা শহরে আসছেন ৷ দক্ষিণ কলকাতা কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূলের তরফে মুর্শিদাবাদ ও মালদা জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের তত্ত্বাবধানে সব ব্যবস্থা করা হয়েছে ৷ মোট 20-25 হাজার নেতা, কর্মী ও সমর্থকের থাকার ব্যবস্থা করেছে তৃণমূল ৷ এখান থেকেই আগামিকাল ভোরবেলা থেকে খাবার দেওয়া হবে সবাইকে ৷ তারপর বাসে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হবেন কর্মীরা ৷
মুর্শিদাবাদ ও মালদা থেকে তৃণমূলের নেতা কর্মীরা হাওড়া স্টেশন হয়ে কলকাতায় আসছেন ৷ সেখান থেকে হাওড়া পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুজয় চক্রবর্তীর তত্ত্বাবধানে বাসে করে সকলকে গীতাঞ্জলী স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হচ্ছে ৷ কোনওরকম সমস্যা হলে, সাহায্যের জন্য অস্থায়ী ক্যাম্পও খোলা হয়েছে ৷ শনিবার রাতের মধ্যে অন্তত পক্ষে 20 হাজার তৃণমূল কর্মী, সমর্থক গীতাঞ্জলি স্টেডিয়ামে একুশে জুলাইয়ের সমাবেশের জন্য উপস্থিত হবে ৷