পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বেনারসে শ্যুটিয়ের সময় ট্যুর গাইডের কাজ করেছি: সৌরসেনী - সাদা রঙের পৃথিবী

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 7:38 PM IST

Updated : Feb 19, 2024, 8:51 PM IST

Sada Ronger Prithibi Movie Promotion: 23 ফেব্রুয়ারি বড় পর্দায় আসছে রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী'। সমাজের বিধবা মহিলাদের নিয়ে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। প্রেক্ষাপট বেনারস। বেনারসে গিয়েই হয়েছে ছবির সিংহভাগ শ্যুটিং। এই ছবিতে অলক্ষ্মী নামের একটি চরিত্রে রয়েছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। বেনারসে যেহেতু সৌরসেনীর বাড়ি রয়েছে তাই সেখানকার প্রত্যেকটি কোণ তাঁর চেনা। তাই ছবির শ্যুটিংয়ের সময় তিনি নাকি এক প্রকার ইউনিটের জন্য ট্যুর গাইডের কাজ করেছেন।

 প্রচুর ছুটতে হয়েছে তাঁকে। পর্দায় সৌরসেনী বেশ পরিচিত মুখ ৷ বেশ কিছু ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের ৷ তার মধ্যে রয়েছে মৈনাক ভৌমিকের একান্নবর্তী, জেনারেশন আমি, অঞ্জন দত্তের আমি আসব ফিরে, অরিন্দম শীলের ব্যোমকেশ গোত্র উল্লেখযোগ্য ৷ মূলত, এই ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ তার সঙ্গে মাল্টিস্টারার এই ছবিতে বাকি চরিত্রগুলি প্রেক্ষাপটকে আরও জোরালে করেছে বলে দাবি অভিনেত্রীর ৷ ছবির চিত্রনাট্য দর্শকদের চমকে দেবে বলে আশাবাদী সৌরাসেনী ৷ আর কী কী বললেন 'সাদা রঙের পৃথিবী'কে ঘিরে, দেখে নিন ভিডিয়ো ৷  

Last Updated : Feb 19, 2024, 8:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details