আরজি কর-কাণ্ডের পর দূরে থাকা সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা - RG Kar Doctor rape and murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
Published : Aug 23, 2024, 2:23 PM IST
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিউরে উঠেছেন সকলে । একজন চিকিৎসক যিনি সারা জীবন মানুষের সেবা করেন, তিনি নিজের কর্মস্থলেই সুরক্ষিত নন । তাহলে অন্য মহিলারা কতটা সুরক্ষিত ? বারবার এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে । বিশেষ করে কলকাতায় কর্মরত ও পাঠরত মেয়েদের নিরাপত্তা কতটা, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে ৷ এই নিয়ে আতঙ্কিত অভিভাবকরাও ৷ সেই অভিভাবকদের দু’জন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অরিজিৎ ঘোষ ও বর্ণালী দে ৷ অরিজিতের মেয়ে ভুবনেশ্বর থেকে আইন নিয়ে পড়াশোনা করে বাড়ি ফিরে এসেছেন ৷ কলকাতায় আদালতে আইনজীবী হিসেবে কাজ করার কথা তাঁর ৷ কিন্তু ‘অভয়া’র ঘটনার পরিপ্রেক্ষিতে অরিজিৎ ও তাঁর স্ত্রী মেয়েকে কলকাতায় পাঠাতে ভয় পাচ্ছেন ৷ অন্যদিকে বর্ণালী দে-র ছেলে ও মেয়ে বাইরে থাকেন ৷ তিনিও দুই সন্তানকে নিয়ে আতঙ্কিত ৷ নিয়মিত খোঁজখবর নিচ্ছেন সন্তানদের ৷