মাদলের তালে কোমর দোলালেন মমতা, আদিবাসী গানে বাজালেন ধামসাও; দেখুন ভিডিয়ো - Mamata Banerjee
Published : Apr 2, 2024, 11:06 PM IST
Mamata Banerjee: ঝড় বিধ্বস্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজার সাব ডিভিশনের চালসার একটি গির্জায় যান মুখ্যমন্ত্রী ৷ সেখানে ঢোকার মুখে বরণ করতে ধামসা-মাদল নিয়ে প্রস্তুত ছিলেন আদিবাসী মহিলারা। পুরুষরা ধামসা মাদল বাজাচ্ছিলেন। সেসময় মুখ্যমন্ত্রী আদিবাসী মহিলাদের মাঝেই ধামসা-মাদলের তালে কোমর দোলান। এরপর তিনি ধামসাও বাজান। এদিন বিকেলে মেটেলি ব্লকের চালসার মার্সি ফেলোশিপ গির্জায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের নিয়ে বেশ কিছু কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গির্জার বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি ৷ মুখ্যমন্ত্রী বলেন, "সব ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে যোগ দিয়ে থাকি। সব অনুষ্ঠানে যাওয়াটা আমার পছন্দের। আমি প্রে-করার একটা জায়গা পেলাম। যে বিপর্যয় হল সবাই ভগবান ঠিক করে দিক এই প্রার্থনা করি। এখন নির্বাচন বিধি চলছে তাই এখন কিছুই বলছি না। এখন রমজান মাস চলছে। 6 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ থাকব। 8 তারিখ কোকাতায় যাব। আগামী 9 তারিখ কালীমন্দিরে প্রার্থনা করতে যাব।"
এরপর তিনি কেন্দ্রকে বিঁধে বলেন, "আবাস যোজনা প্রসঙ্গে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা আবাসের তালিকা পাঠালেও টাকা দেয়নি কেন্দ্র। কেন্দ্রের সিদ্ধান্তে পাহাড়ে 10 লক্ষ মানুষ বেকার।" রাজ্য সরকার নিজের উদ্যোগে 50 দিনের কাজ চালু করেছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷