পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে এজেন্সিকে নিশানা মমতার, দেখুন সরাসরি - Eid 2024 - EID 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 9:23 AM IST

Updated : Apr 11, 2024, 9:35 AM IST

দেশজুড়ে আজ খুশির ঈদ ৷ বুধবার ঈদের চাঁদ দেখা যাওয়ার পর রাজ্য তথা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতি বছরের মতোই এবারও তিনি রেড রোড থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের এই উৎসবে হাজির হয়েছেন ৷ তাঁর সঙ্গেই রয়েছেন দলের সেকেন্ড ইন কম্যান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দেশজুড়ে ঈদ পালিত হচ্ছে ৷ কলকাতার রেড রোডেও ঈদের নমাজ পাঠ চলছে ৷ লক্ষ লক্ষ মানুষ সেখানে প্রার্থনায় জড়ো হয়েছেন ৷ তবে লোকসভা নির্বাচনের আগে এই ঈদের অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ গত 11ই মার্চ কেন্দ্রীয় সরকার দেশজুড়ে সিএএ লাগু করেছে ৷ এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়ে দিয়েছেন তিনি রাজ্যে এই নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করতে দেবেন না ৷
Last Updated : Apr 11, 2024, 9:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details