রং না-দেখে পুলিশকে ব্য়বস্থা নেওয়ার নির্দেশ মমতার - Mamata Banerjee - MAMATA BANERJEE
Published : Jun 24, 2024, 4:12 PM IST
|Updated : Jun 24, 2024, 5:10 PM IST
Mamata Banerjee LIVE: গত বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল সোমবার রাজ্যের পৌরসভাগুলিকে নিয়ে বৈঠকে বসবেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো নবান্ন সভাঘরে আজ বৈঠক ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং পুরোসচিব-সহ একাধিক আধিকারিকরা। এবার লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করলেও একাধিক পৌরসভা এলাকায় ভালো ফল হয়নি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, নাগরিক পরিষেবা পৌঁছে দিতে কোথাও খামতি রয়েছে পৌরবোর্ডগুলির । তাই আজ নিজেই সমস্ত পৌরসভাগুলিকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছেন। পৌর পরিষেবা ও প্রকল্পের কাজকর্ম নিয়ে পৌরপ্রধানদের কাছ ব্যখ্যা চাইতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে ৷
Last Updated : Jun 24, 2024, 5:10 PM IST