'ভারতে এখন একজন রহমত আলির খুব দরকার', ভোটের সভায় 'কাবুলিওয়ালা' মিঠুন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 15, 2024, 10:29 PM IST
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচারের ধুম ৷ গতকাল জলপাইগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ আজ, সোমবার আলিপুরদুয়ারে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অভিনেতা ৷ লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে এসেছিলেন তিনি ৷ সেখানে বিজেপির সমর্থনে তিনি বলেন, "বিজেপিকে ভোট দিন ৷ বিজেপির সঙ্গে থাকুন ৷ বিজেপি আপনাদের একটা নতুন বাংলা দেবে।"
এই সভায় কাবুলিওয়ালার ডায়লগও বলেন মিঠুন চক্রবর্তী ৷ এদিন আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরে তিনি নতুন ভোটারদের কাছে আহ্বান জানান বিজেপির সঙ্গে থাকার জন্য ৷ অভিনেতাকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন ওই সভায় । এই সভাতেই অভিনেতা বলেন, "আমাদের গড়া এই বাংলা, আজ কেন হয়ে গেল কাঙলা? যদি প্রশ্ন করে বীর নেতাজী । তার জবাব দেব আমরা ।" কাবুলিওয়ালা সিনেমনার রহমতের সংলাপ আওড়ে তিনি বলেন, "ভারতে এখন একজন রহমত আলির খুব দরকার। যিনি সাচ্চা পাঠান।"