টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরে মা পূজিতা হন কন্যারূপে
Published : 6 hours ago
কলকাতার অন্যতম আদি কালী মন্দির টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দির ৷ বৃহস্পতিবার দীপান্বিতা অমাবস্যার সকালে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এবছর টালিগঞ্জ করুণাময়ী কালী পুজোর 265তম বর্ষ ৷ প্রতি বছরই এই টালিগঞ্জের এই কালীমন্দিরে মহাসমারোহে পুজো অনুষ্ঠিত হয় ৷ এখানে মা কালীর পুজোয় কুমারী পুজো হয় ৷ আজ সকালেও মন্দিরে কুমারী পুজো হয়েছে ৷ এবার পুজো হবে রাত সাড়ে 9 টায় ৷
টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে অবস্থিত এই মন্দির ৷ কথিত আছে, সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের জমিদার নন্দদুলাল রায়চৌধুরী এই মন্দির প্রতিষ্ঠা করেন ৷ তিনি কালীসাধক ছিলেন ৷ তাঁর কন্যা করুণাময়ীর মৃত্যু হয় অল্প বয়সে ৷ তাঁর স্মৃতিতে নন্দদুলাল রায়চৌধুরী এই কালীমন্দির প্রতিষ্ঠা করেন ৷ তাই এখানে কালী প্রতিমা 7 বছরের শিশুকন্যা ৷ আরেকটি জনশ্রুতি আছে, জমিদার নন্দদুলাল রায়চৌধুরী আদিগঙ্গা থেকে একটা কালো পাথর পেয়েছিলেন ৷ এই কথা তিনি স্বপ্নাদেশেই জানতে পেরেছিলেন ৷ সেই কালো পাথরে তৈরি হয় কালী ও শিব ৷