ETV Bharat / entertainment

খালি খাই খাই! সকাল থেকে রাত কেদারনাথে অদ্ভুত কাণ্ড সারার

ফের কেদারনাথ ভ্রমণে সারা আলি খান ৷ পাহাড়ের কোলে কেমন কাটছে অভিনেত্রীর ?

Sara Ali Khan
কেদারনাথ ভ্রমণে সারা আলি খান (এএনআই)
author img

By ANI

Published : 2 hours ago

মুম্বই, 31 অক্টোবর: খেতে এবং ঘুরতে ভালোবাসেন সারা আলি খান ৷ নবাব কন্যার রসিকতা করার মেজাজ যেমন ভাইরাল হয় নেটমাধ্যমে ৷ ঠিক তেমনই তিনি কতটা ফুডি তাঁর সাম্প্রতিক ভিডিয়ো দেখে আন্দাজ করা যায় ৷ কেদারনাথ ভ্রমণের সময় সারার খাবারের প্রতি ভালোবাসার একঝলক ধরা পড়েছে সোশাল মিডিয়ায় ৷

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সারা একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেই ভিডিয়োতে দেখা গিয়েছে নানা সময়ে নানা খাবারের স্বাদ নিতে ৷ ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে ট্রাডিশনাল ভারতীয় খাবার উপভোগ করতে ৷ যেখানে তাঁর পাতে ছিল জিলিপি, পনীর ভুর্জি, তন্দুরি রুটি ছাড়াও আরও অনেক কিছু ৷

আর এক জায়গায় দেখা গিয়েছে, ঘরে বসে দক্ষিণী ভারতীয় খাবার উপভোগ করছেন সিম্বা অভিনেত্রী ৷ রাতে হট চকোলেট সঙ্গে আইসক্রিম দেখে সারার মুখ থেকে বেরিয়ে আসে 'ইয়ামি' শব্দ ৷ পাহাড়ের কোলে বসে খাই খাই সারা রাস্তার দোকানে গিয়েও মজা করেছেন ৷ ভিডিয়োতে দেখা যায়, কনকনে ঠাণ্ডায় সারা একটি দোকানে গিয়ে চা আছে কিনা জিজ্ঞাসা করছেন ৷ বোঝাই যাচ্ছে, সাধারণ মানুষের মতো তিনি চা-প্রেমী ৷

প্রসঙ্গত সারার কেদারনাথ ট্রিপের সঙ্গে উঠে এসেছে অর্জুন বাজওয়ার নাম ৷ রিপোর্ট অনুযায়ী, রাজনীতিবিদ, গায়ক, মডেল অর্জুনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন সারা ৷ তাঁর সঙ্গেই নাকি কেদারনাথে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী ৷ উল্লেখ্য, খাবারের এই ভিডিয়ো শেয়ার করে সারা সকল অনুরাগীদের দিপাবলীর শুভেচ্ছাও জানিয়েছেন ৷ তিনি ক্যাপশনে লেখেন, "শুভ দিপাবলী ৷ আপনাদের সকলের জীবন আনন্দ, ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক ৷ সুস্থ থাকুন ৷ আমার কাছে ভালো থাকার মানে ভালো খাবার ৷ সো ডোন্স বি রুড, জাস্ট গিভ মি মাই ফুড ৷ ধন্যবাদ ৷" প্রসঙ্গত, সিনেমার দিকে নজর দিলে জানা যায়, প্রথমবার আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সারা ৷

ছবির নাম ঠিক না হলেও জানা গিয়েছে অ্যাকশন-কমেডি জোনে তৈরি হচ্ছে এই ছবি ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে করণ জোহরের ধরমা প্রোডাকশন ও গুনীত মোঙ্গার শিক্ষা এন্টারটেনমেন্ট ৷ পরিচালনা করবেন আকাশ কৌশিক ৷ এছাড়াও সারা আলি খানকে দেখা যাবে অনুরাগ বাসু পরিচালিত মেট্রো...ইন দিনো ছবিতে ৷

মুম্বই, 31 অক্টোবর: খেতে এবং ঘুরতে ভালোবাসেন সারা আলি খান ৷ নবাব কন্যার রসিকতা করার মেজাজ যেমন ভাইরাল হয় নেটমাধ্যমে ৷ ঠিক তেমনই তিনি কতটা ফুডি তাঁর সাম্প্রতিক ভিডিয়ো দেখে আন্দাজ করা যায় ৷ কেদারনাথ ভ্রমণের সময় সারার খাবারের প্রতি ভালোবাসার একঝলক ধরা পড়েছে সোশাল মিডিয়ায় ৷

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সারা একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেই ভিডিয়োতে দেখা গিয়েছে নানা সময়ে নানা খাবারের স্বাদ নিতে ৷ ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে ট্রাডিশনাল ভারতীয় খাবার উপভোগ করতে ৷ যেখানে তাঁর পাতে ছিল জিলিপি, পনীর ভুর্জি, তন্দুরি রুটি ছাড়াও আরও অনেক কিছু ৷

আর এক জায়গায় দেখা গিয়েছে, ঘরে বসে দক্ষিণী ভারতীয় খাবার উপভোগ করছেন সিম্বা অভিনেত্রী ৷ রাতে হট চকোলেট সঙ্গে আইসক্রিম দেখে সারার মুখ থেকে বেরিয়ে আসে 'ইয়ামি' শব্দ ৷ পাহাড়ের কোলে বসে খাই খাই সারা রাস্তার দোকানে গিয়েও মজা করেছেন ৷ ভিডিয়োতে দেখা যায়, কনকনে ঠাণ্ডায় সারা একটি দোকানে গিয়ে চা আছে কিনা জিজ্ঞাসা করছেন ৷ বোঝাই যাচ্ছে, সাধারণ মানুষের মতো তিনি চা-প্রেমী ৷

প্রসঙ্গত সারার কেদারনাথ ট্রিপের সঙ্গে উঠে এসেছে অর্জুন বাজওয়ার নাম ৷ রিপোর্ট অনুযায়ী, রাজনীতিবিদ, গায়ক, মডেল অর্জুনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন সারা ৷ তাঁর সঙ্গেই নাকি কেদারনাথে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী ৷ উল্লেখ্য, খাবারের এই ভিডিয়ো শেয়ার করে সারা সকল অনুরাগীদের দিপাবলীর শুভেচ্ছাও জানিয়েছেন ৷ তিনি ক্যাপশনে লেখেন, "শুভ দিপাবলী ৷ আপনাদের সকলের জীবন আনন্দ, ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক ৷ সুস্থ থাকুন ৷ আমার কাছে ভালো থাকার মানে ভালো খাবার ৷ সো ডোন্স বি রুড, জাস্ট গিভ মি মাই ফুড ৷ ধন্যবাদ ৷" প্রসঙ্গত, সিনেমার দিকে নজর দিলে জানা যায়, প্রথমবার আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সারা ৷

ছবির নাম ঠিক না হলেও জানা গিয়েছে অ্যাকশন-কমেডি জোনে তৈরি হচ্ছে এই ছবি ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে করণ জোহরের ধরমা প্রোডাকশন ও গুনীত মোঙ্গার শিক্ষা এন্টারটেনমেন্ট ৷ পরিচালনা করবেন আকাশ কৌশিক ৷ এছাড়াও সারা আলি খানকে দেখা যাবে অনুরাগ বাসু পরিচালিত মেট্রো...ইন দিনো ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.