সবে শুরু হয়েছে নতুন বছর ৷ ভালো চিন্তাধারা মাথায় নিয়েই এই বছর শুরু করেছে মানুষ ৷ 2025 সাল আপনার কেমন যাবে জ্যোতিষশাস্ত্রে একটা ধারনা দেওয়া হয়ে থাকে ৷ জ্যোতিষী রাহুল দে বলেন, "2025 সালের আপনার কেমন যাবে তা অনেকসময় নির্ধারিত হয় জন্ম সাল অনুযায়ী ৷" জেনে নিন, আপনার জন্ম সাল কত ও কেমন কাটবে এই বছর ? সবথেকে বিশেষ বিষয় হল এই বছর ভালো সময় কাটার জন্য কী করা প্রয়োজন ?
সারা পৃথিবীতে সংখ্যাতত্ত্বের বিভিন্ন পদ্ধতির প্রচলন আছে । সাধারণ মানুষের হিসাবের জন্য খুব সহজ-সরল, গ্রহণযোগ্য পদ্ধতি হল এই সংখ্যাতত্ত্ব । এর সাহায্যে সহজেই নতুন বছর কেমন কাটবে তা জানতে পারা যায় ।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী বলা হয়ে থাকে, প্রতিটি সংখ্যা, মাস, এবং বছর যোগ করলে যে সংখ্যাটি আসে, সেটিই হল একজন ব্যক্তির মূলাঙ্ক । তবে এখানে শুধুমাত্র আপনার জন্ম তারিখেই লুকিয়ে আছে আপনার ব্যক্তিত্য ও 2025 এর শুভ ও অশুভ সময় ৷ তাই জ্যোতিষী জানান, কিছু জিনিষের নিয়ম মানলেই এই বছর আপনার খারাপ যাবে না ৷
3, 5, 17, 10, 22: এই তারিখে জন্মনো ব্যক্তিরা একটু বেশি চিন্তা করে থাকেন ৷ 2025 বছরটা ভালো সময় কাটাতে এই তারিখের জাতক জাতিকাদের চিন্তা ভাবনা কমাতে হবে ৷
6, 15, 19, 24, 27, 14, 1 , 8, 20, 25: এই তারিখে জন্মানো জাতক জাতিকারা 2025 বছরকে শুভময় করে তুলতে কিছু জিনিস নিয়ম মেনে চলতে হবে ৷ এঁদের কাছের কোনও মানুষদের কুনজর থেকে দূরে থাকা প্রয়োজন ৷
4, 7, 16, 21, 26, 29: এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা রাগ থেকে কন্ট্রোল করা প্রয়োজন ৷ বেশি রাগ এই বছরের কোনও সময়কে অশুভ করে তুলতে পারে ৷
1, 9, 13, 30, 12: এই তারিখে জন্ম জাতক জাতিকা খুব তাড়াতাড়ি ভালো খবর পাবে ৷ তবে এরজন্য কঠোর পরিশ্রমও প্রয়োজন ৷ কারণ ভালো ফল পাওয়ার জন্য সবসময় পরিশ্রম করা প্রয়োজন ৷
2, 8, 11, 23, 28, 31: যথারীতি এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই ইমোশনাল হয়ে থাকেন ৷ তবে জ্যোতিষী জানান এই সালে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন ৷ কারণ 2025 সালে আপনাকে কাজের ক্ষেত্রে বা বাড়িতে শান্তি বজায় রাখতে অবশ্যই ইমোশন কম করার চেষ্টা করুন ৷ এতে আপনার এই বছর ভালো যাবে ৷
(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)