অযোধ্যা, 31 অক্টোবর: গিনেস বুক অফ ওর্য়াল্ড রেকর্ডসে নাম তুলল অযোধ্যা। দীপাবলি উপলক্ষ্যে বুধবার রাতে 25 লাখ প্রদীপ জ্বলল সরযু নদীর ধারে । আর সেই সূত্র ধরেই একসঙ্গে দুটি বিশ্বরেকর্ড হল।
একটি প্রদীপের সংখ্যার দিক থেকে। অন্যটি যাঁরা আরতি করেছেন তাঁদের সংখ্যার বিচারে। এদিন 1,121 জন বেদাচার্য আরতিতে অংশ নেন। একসঙ্গে এতজন এবং এত প্রদীপ নিয়ে আরতি এর আগে কখনও হয়নি।
গিনেস বুকের তরফে দুই প্রতিনিধি প্রবীণ প্যাটেল এবং নিশ্চল ভারত অযোধ্যায় হাজির ছিলেন। সরযু নদীর বিভিন্ন ঘাট ঘুরে দেখেন তাঁরা। তারপর নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রবীণ প্যাটেল জানান, আরতিতে অংশ নেওয়া এই 1,121 জন বেদাচার্যের পাশাপাশি উত্তরপ্রদেশ পর্যটন, অযোধ্যার জেলা প্রশাসন এবং সরজু আরতি সমিতি গিনেস রেকর্ডের অংশ হয়ে গেল।
অন্যদিকে, 25 লক্ষ প্রদীপ একত্রে জ্বালানোয় যে বিশ্বরেকর্ড হয়েছে তাতে উত্তরপ্রদেশ পর্যটন, অযোধ্যার জেলা প্রশাসনের সঙ্গে ডা: রামমমনোহর লোহিয়া বিশ্ববিদ্যালয়ের নামও যুক্ত হয়েছে। বিচারক হিসেবে এই কাজের অভিজ্ঞতা তুলে ধরে প্রদীপ বলেন, "আমি অভিভূত । বেদাচার্যরা যেভাবে ঘুরে ঘুরে আরতি করেছেন সেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। "
বিশ্ব রেকর্ড করা অযোধ্যার কাছে অবশ্য নতুন কোনও ব্যাপার নয় । 2023 সালে 22,23,676 লক্ষ প্রদীপ একত্রে জ্বালিয়ে রেকর্ড করেছিল এই অযোধ্যা। এবার তা 25 লক্ষে পৌঁছল । প্রদীপের সংখ্যা গুনতে যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে ড্রোনের ব্যবহার করা হয়েছিল । গত 8 বছর ধরে অযোধ্যায় দ্বীপ উৎসব পালিত হয়ে আসছে । প্রতি বছরই আগের বছরের রেকর্ডকে ছাপিয়ে যায় অযোধ্যা। একনজরে দেখে নেওয়া যাক গত আট বছর ধরে কীভাবে আন্তর্জাতিক হয়ে উঠেছে এই উৎসব ।
- 2017 সালে 1.71 লক্ষ প্রদীপ জ্বলেছিল
- 2018 সালে 3.01 লক্ষ প্রদীপ জ্বলেছিল
- 2019 সালে 4.04 লক্ষ প্রদীপ জ্বলেছিল
- 2020 সালে 6.06 লক্ষ প্রদীপ জ্বলেছিল
- 2021 সালে 9.41 লক্ষ প্রদীপ জ্বলেছিল
- 2022 সালে 15.76 লক্ষ প্রদীপ জ্বলেছিল
- 2023 সালে 22.23 লক্ষ প্রদীপ জ্বলেছিল