পশ্চিমবঙ্গ

west bengal

পৃথক রাজ্যের প্রস্তাব উত্থাপন না হলে আন্দোলনের হুঁশিয়ারি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের - Separate State Kamtapur Issue

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 10:44 PM IST

পৃথক রাজ্যের প্রস্তাব উত্থাপন না হলে আন্দোলনের হুঁশিয়ারি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের (ইটিভি ভারত)

সংসদের চলতি অধিবেশনে পৃথক কামতাপুর রাজ্য গঠন নিয়ে কেন্দ্রীয় সরকার উদ্যোগী না হলে 15 অগস্টের পর থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল । বুধবার বিকেলে কোচবিহারে সাংবাদিক বৈঠক করে সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলা সভাপতি কংসরাজ বর্মন বলেন, "75 বছর থেকে কামতাপুরের মানুষ সংবিধানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে । তাই উত্তরবঙ্গের 8 জেলা, অসমের কিছু অংশ, বিহারের পূর্ণিয়া ও কিষাণগঞ্জ-সহ তিনটি জেলা নিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি জানানো হয়েছে । পাশাপাশি জীবন সিংহের সাথে যে শান্তি আলোচনা শুরু হয়েছে দ্রুত সেই আলোচনা তরান্বিত করতে হবে । নাহলে মিটিং, মিছিল, অবরোধ, রেল রোকো হবে ।"

তিনি আরও বলেন, "কেন্দ্র থেকে রাজ্য কেউই আমাদের দিকে তাকায়নি । আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে । তাই চলতি অধিবেশনে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে উদ্যোগী না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে । সেক্ষেত্রে উত্তর-পূর্ব ভারত অবরুদ্ধ হয়ে পড়বে ।"

প্রসঙ্গত, উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা গ্রেটার কোচবিহার রাজ্যের দাবি নিয়ে ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি । বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ উত্তরবঙ্গকে ঘিরে গ্রেটার কোচবিহারের দাবি করে আসছেন । এরই মধ্যে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আবার উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব মন্ত্রকের আওতায় আনার দাবি জানিয়েছেন । এসবের বিরোধিতা করে আসছে তৃণমূল । এরই মধ্যে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এই হুঁশিয়ারি ঘিরে নতুন করে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গে । 

ABOUT THE AUTHOR

...view details