পৃথক রাজ্যের প্রস্তাব উত্থাপন না হলে আন্দোলনের হুঁশিয়ারি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের - Separate State Kamtapur Issue - SEPARATE STATE KAMTAPUR ISSUE
Published : Jul 31, 2024, 10:44 PM IST
সংসদের চলতি অধিবেশনে পৃথক কামতাপুর রাজ্য গঠন নিয়ে কেন্দ্রীয় সরকার উদ্যোগী না হলে 15 অগস্টের পর থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল । বুধবার বিকেলে কোচবিহারে সাংবাদিক বৈঠক করে সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলা সভাপতি কংসরাজ বর্মন বলেন, "75 বছর থেকে কামতাপুরের মানুষ সংবিধানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে । তাই উত্তরবঙ্গের 8 জেলা, অসমের কিছু অংশ, বিহারের পূর্ণিয়া ও কিষাণগঞ্জ-সহ তিনটি জেলা নিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি জানানো হয়েছে । পাশাপাশি জীবন সিংহের সাথে যে শান্তি আলোচনা শুরু হয়েছে দ্রুত সেই আলোচনা তরান্বিত করতে হবে । নাহলে মিটিং, মিছিল, অবরোধ, রেল রোকো হবে ।"
তিনি আরও বলেন, "কেন্দ্র থেকে রাজ্য কেউই আমাদের দিকে তাকায়নি । আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে । তাই চলতি অধিবেশনে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে উদ্যোগী না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে । সেক্ষেত্রে উত্তর-পূর্ব ভারত অবরুদ্ধ হয়ে পড়বে ।"
প্রসঙ্গত, উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা গ্রেটার কোচবিহার রাজ্যের দাবি নিয়ে ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি । বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ উত্তরবঙ্গকে ঘিরে গ্রেটার কোচবিহারের দাবি করে আসছেন । এরই মধ্যে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আবার উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব মন্ত্রকের আওতায় আনার দাবি জানিয়েছেন । এসবের বিরোধিতা করে আসছে তৃণমূল । এরই মধ্যে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এই হুঁশিয়ারি ঘিরে নতুন করে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গে ।