20 কেজি সোনায় মুড়ল প্রতিমা ! জগদ্ধাত্রীর পাহারায় সশস্ত্র পুলিশ - JAGADHATRI PUJA 2024
Published : Nov 10, 2024, 3:57 PM IST
ক্লাবের দীর্ঘদিনের ইচ্ছে প্রচুর সোনায় সাজানো হবে প্রতিমা ৷ সঙ্গে প্যান্ডেলেও থাকবে চমক ৷ সেই ভাবনা থেকেই 15-তম বর্ষে থিম ও প্রতিমার সাজসজ্জায় চমক দিল মেদিনীপুরের আবির্ভাব ক্লাব ৷ এবার জগদ্ধাত্রী ঠাকুরকে সাজানো হয়েছে কুড়ি কেজি সোনায় ৷ মণ্ডপ তৈরি হয়েছে মহাভারতের হস্তিনাপুর রাজবাড়ির আদলে ৷ সব মিলিয়ে এবার ক্লাবের বাজেট প্রায় 25 লক্ষ টাকা ৷ সোনায় মোড়া প্রতিমা পাহারা দিতে মণ্ডপে মোতায়েন করা হয়েছে 20 জন সশস্ত্র পুলিশ । পুজোর ক'টা দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান । সব কিছু চাক্ষুষ করতে পুজো প্যান্ডেলে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা ৷ তবে সোনায় মোড়া প্রতিমা দূর থেকেই দেখতে হচ্ছে তাদের ৷ কারণ এত স্বর্ণালঙ্কারে সজ্জিতা দেবীর সামনে সর্বক্ষণ চলছে কড়া পুলিশ পাহারা ৷
ক্লাব কর্তৃপক্ষের কথায় জানা গিয়েছে, প্রতিমার সোনা দিয়েছে একটি বিখ্যাত অলঙ্কার প্রস্তুতকারক সংস্থা । এই বিষয়ে আবির্ভাব ক্লাবের কর্মকর্তারা জানান, বহুদিনের ইচ্ছে ছিল প্রতিমাকে সোনা পরানোর ৷ এখানের এক অলঙ্কার প্রস্তুতকারক সংস্থা এগিয়ে আসায় এবং সকলের প্রচেষ্টায় মাকে এই রূপ দেওয়া গিয়েছে । তবে এই সোনা ইন্স্যুরেন্সের পাশাপাশি জেলা প্রশাসন তার নিরাপত্তার জন্য বিশেষ পুলিশবাহিনী নিয়োগ করেছে । এছাড়া ক্লাব থেকেও নিরাপত্তাকর্মী থাকছে এই সোনা পাহারা দিতে ।