হায়দরাবাদ: চলতি বছরের অক্টোবরে মাসে চিনে লঞ্চ করেছে Xiaomi Pad 7 এবং Xiaomi Pad 7 Pro ৷ এবার ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে Xiaomi Pad 7 ৷ Xiaomi ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ একটি লাইভ মাইক্রোসাইট প্রকাশ করেছে এই তথ্য ৷ কোম্পানি নিশ্চিত করেছে যে Xiaomi Pad 7 ভারতে নতুন বছরে লঞ্চ করবে ৷
Xiaomi Pad 7 এর ভারত লঞ্চের তারিখ
Xiaomi অ্যামাজনে প্রকাশিত মাইক্রোসাইটের মাধ্যমে আসন্ন ট্যাবলেটের লঞ্চ সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে ৷ Xiaomi pad 7 অনলাইন শপিং সাইট অ্যামাজনে বিক্রি হবে । Xiaomi Pad 7 এর অন্যান্য প্রয়োজনীয় তথ্য শীঘ্রই জানা যাবে ৷ এই ট্যাবলেট ভেরিয়েন্টের বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশনের সঙ্গে চিনে লঞ্চ হওয়া প্যাডের সঙ্গে মিল থাকবে বল মনে করা হচ্ছে ৷
চাইনিজ ভেরিয়েন্টের স্পেসিফিকেশন
Xiaomi Pad 7-এর চাইনিজ ভেরিয়েন্টে 11.2-ইঞ্চি LCD স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 800 nits উজ্জ্বলতা-সহ 3.2K রেজোলিউশন রয়েছে ৷ এই ট্যাবলেটটি ডলবি ভিশন সাপোর্ট করে ৷ এতে রয়েছে স্ন্যাপড্রাগন 7+ জেনারেল 3 SoC চিপসেট। এই ট্যাবলেটটি Android 15-এর HyperOS-এ চলে।
চাইনিজ ভেরিয়েন্ট Xiaomi Pad 7-এ রয়েছে একটি 13MP ব্যাক ক্যামেরা এবং একটি 8MP ফ্রন্ট ক্যামেরা ৷ এছাড়াও, ব্যবহারকারীদের সুবিধার্থে ট্যাবলেটটিতে 8,850mAh ও 45W-এর ব্যাটারি দেওয়া হয়েছে ৷ এটি দ্রুত চার্জিংয়েও সাপোর্ট করে ৷ নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ।
চিনে Xiaomi Pad 7-এর দাম 1,999 ( ভারতীয় টাকায় প্রায় 23,500 টাকা) থেকে শুরু হয়, যার মধ্যে ব্যবহারকারীরা 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের সুবিধা রয়েছে ৷ যেখানে, 8GB + 256GB ভেরিয়েন্টের দাম CNY (চিনের টাকা) 2,299 (প্রায় 27,700 টাকা) এবং 12GB + 256GB ভেরিয়েন্টের দাম CNY 2,599 (প্রায় 30,600 টাকা)। কোম্পানি এই ট্যাবলেটটি কালো, নীল এবং সবুজ রঙে লঞ্চ করেছে ।