সিএএ নিয়ে বিরোধীদের জবাব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, দেখুন সরাসরি - Amit Shah on caa
Published : Mar 14, 2024, 9:20 AM IST
|Updated : Mar 14, 2024, 9:39 AM IST
বিজোপি 2019 সালে সিএএ'র প্রতিশ্রুতি দিয়েছিল তাদের ইস্তেহারে ৷ যা পরবর্তীকালে সংসদের দুই কক্ষেই পাশ হলেও করোনার জন্য তা লাগু করা যায়নি ৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সিএএ নিয়ে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ একই সঙ্গে, এই ইস্যুতে বিরোধীদেরও একহাত নিয়েছেন শাহ ৷ তিনি স্পষ্টতই বলেন, "সিএএ আইন কখনওই ফিরিয়ে নেওয়া হবে না। আমাদের দেশে ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করা আমাদের সার্বভৌম অধিকার, আমরা এর সঙ্গে কখনওই আপস করব না ৷” অন্যদিকে, বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপি সিএএ-এর মাধ্যমে আলাদা নতুন ভোটব্যাঙ্ক তৈরি করতে চাইছে ৷ এদিন তারও উত্তর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি বলেন, "বিরোধীদের আর কোনও কাজ নেই ৷ ওদের ইতিহাস আছে, যা ওরা বলে তা করে না ৷ মোদিজির ইতিহাস হল, আমরা যা বলি তা পাথরে খোদাই হয়ে যায়।"
Last Updated : Mar 14, 2024, 9:39 AM IST