পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নবমীর রাতে সীমান্ত লাগোয়া হিলির বিপ্লবী সংঘে উপচে পড়া ভিড়

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 1:17 PM IST

Durga Puja 2024: দক্ষিণ দিনাজপুর জেলার হিলির বাংলাদেশ সীমান্ত লাগোয়া পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য বিপ্লবী সংঘ । এবারের তাদের পুজো 56তম বর্ষে পদার্পণ করল । এ বছরে তাদের পুজোর থিম 'প্রজাপতি' ৷ এবারে ফেলে দেওয়া বর্জ্য পদার্থ দিয়েই পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে । দূর থেকে দেখলে পুজো মণ্ডপকে প্রজাপতির মতো দেখতে লাগছে । পুজো মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে কাল্পনিক প্রতিমা । এছাড়াও রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা । জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য হিলির বিপ্লবী সংঘের পুজো ।

বাংলাদেশ লাগোয়া হিলির বিপ্লবী সংঘ ক্লাবের প্রতিমা দেখতে পঞ্চমী থেকেই দশমী পর্যন্ত প্রচুর লোকজনের জনসমাগম হয় । সারারাত ধরে প্রচুর লোকজন আসে প্রতিমা দেখার জন্য । এ বছরও তার ব্যতিক্রম হয়নি । এ বছরেই ক্লাবের থিম দেখবার জন্য দেখা মিলল চেনা ভিড়ের । নবমীর রাতে ভিড় ছিল চোখে পড়ার মতো । পুজো উদ্যোক্তাদের দাবি, দর্শকদের মন কাড়ছে এবারের 'প্রজাপতি' থিম । এখানকার প্রতিমা দেখবার জন্য দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য তৎপর জেলা পুলিশ প্রশাসন ।

ABOUT THE AUTHOR

...view details