'রিগিংয়ে বাধা', বিজেপির পোলিং এজেন্টকে বেধড়ক মার - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 13, 2024, 11:00 PM IST
Bengal Vote: বোলপুরে 12 নম্বর ওয়ার্ডের বিজেপির পোলিং এজেন্ট কাঞ্চন ঘোযকে বেধড়ক মারধর ৷ অভিযোগের আঙুল তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ ও তাঁর অনুগামীদের দিকে ৷ বোলপুরের হরগৌরিতলা এলাকায় বিজেপির পোলিং এজেন্টকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ গুরুতর আহত বিজেপি এজেন্টকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । প্রাথমিক চিকিৎসা করার পর তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ তাঁর অবস্থা গুরুতর ৷
বিজেপির পোলিং এজেন্ট অভিযোগ করে বলেন, "গণতন্ত্র হত্যা করছে তৃণমূলের লোকেরা ৷ সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিচ্ছে ৷ সুদীপ্ত ঘোষের গুন্ডাবাহিনী আক্রমণ করেছে আমার উপর ৷ আমি সবাইকে চিনিয়ে দেব ৷ সুদীপ্ত ঘোষের গ্রেফতারির দাবি জানাচ্ছি আমি ৷ এরা সকলেই তৃণমূল করে ৷ আমি ভোটে রিগিং করতে বাধা দিয়েছিলাম ৷ প্রচুর পরিমাণে রিগিং করতে বুথে ঢুকেছিল তাঁরা ৷ আমি বাধা দিতেই আক্রমণ করে ৷ আমার প্রাণে মেরে ফেলার চক্রান্ত নিয়েই হামলা করা হয়েছে ৷ আমি দীর্ঘক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম রাস্তায় ৷ হাসপাতালে কীভাবে এলাম জানি না ৷ আমার দলের ছেলেরা এখানে আমাকে এনেছে বলে প্রাণে বেঁচে গিয়েছি ৷