পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

47 ফুট লম্বা বালু শিল্পে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা, দেখুন ভিডিয়ো - DONALD TRUMP SAND ART

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2025, 11:22 AM IST

47তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে সোমবার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁকে এই নতুন ইনিংস শুরুর আগে শুভেচ্ছা জানালেন ওড়িশার বালু শিল্পী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সুদর্শন পট্টনায়েক ৷ তিনি এদিন ট্রাম্পের 47 ফুট লম্বা একটি বালু শিল্প তৈরি করেন পুরীর নীলাদ্রি সমুদ্র সৈকতে ৷ তাতে ডোনাল্ড ট্রাম্পের মুখের একপাশ দেখা যাচ্ছে ৷ পরনে তাঁর লীল রঙের কোট, সাদা জামা ও লাল টাই ৷ সঙ্গে হোয়াইট হাউস ও আমেরিকার পতাকা আঁকা হয়েছে ৷ বালু শিল্পে লেখা, 'অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প ৷ হোয়াইট হাউসে স্বাগতম ।'

ডোনাল্ড ট্রাম্পের এই বালু শিল্প দেখতে পুরীর সমুদ্র সৈকতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা ৷ শিল্পী সুদর্শন পট্টনায়েক জানিয়েছেন, তিনি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের বড় ভক্ত । এদিন এক্স হ্যান্ডেলে সুদর্শন লেখেন, "আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান আজ । তাই শুভেচ্ছা বার্তা-সহ আমি পুরীর সমুদ্র সৈকতে 47 ফুট লম্বা বালু শিল্প তৈরি করেছি ৷" আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ এর আগে 2017 থেকে 2021 সাল তিনি 45তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন । 

ABOUT THE AUTHOR

...view details