হায়দরাবাদ, 5 মার্চ:এক ঘণ্টা পর্যন্ত থমকে ফেসবুক-ইনস্টগ্রাম। বিশ্বজুড়ে একেবারে হইচই অবস্থা। পরে, ফেসবুক ও ইনস্টাগ্রাম ফিরে এল। ঠিক কী হয়েছিল মঙ্গলের সন্ধ্যায় ..
মঙ্গলবার সন্ধেয় আচমকাই বন্ধ হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম ৷ ফেসবুক খুলতে গেলেই দেখা যাচ্ছে সেশন এক্সপায়ার্ড ৷ তারপরই লগ-আউট হয়ে যাচ্ছে ৷ এরপর যে লগ-ইন করতে হবে তারও অপশন দেখা যাচ্ছে না ৷ শুধু যে ভারতবাসী এই সম্যাসার সম্মুখীন হচ্ছেন তা নয়, দুনিয়াজুড়ে একই সমস্যা দেখা যাচ্ছে ৷ সমস্যার কারণ জানা যায়নি।
ভারত-সহ নেপাল, আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, অস্ট্রেলিয়ার মতো একাধিক দেশে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম কাজ করা বন্ধ করে দেয় । জানা যায়, কমপক্ষে 14 হাজার 857 জন গ্রাহক ফেসবুক ব্য়বহার করতে পারছিলেন না, সেইসঙ্গে 32 হাজার 518 গ্রাহক ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছিলেন না ৷ একাধিক সোশাল মিডিয়া ব্য়াবহারকারীরা লিখছেন, তাঁরা ফেসবুকের স্টোরি দেখতে, কমেন্ট, নিউজ ফিড স্ক্রোল করতে পারছেন না ৷ ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ থাকায় নেটাগরিকরা ঝুঁকেছেন এক্সে। সেখানেই ক্ষোভপ্রকাশ করছেন তাঁরা। তাঁরা লিখছেন, "ফেসবুক তো বন্ধ। তাহলে এখানেই আজ খোঁজখবর নেওয়া যাক ৷