পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

এবার হোয়াটসঅ্যাপে তৈরি করা যাবে পছন্দের চ্যাট লিস্ট - WHATSAPP NEW CUSTOM LISTS FEATURE

কাস্টম তালিকা হ'ল একটি বিশেষ ফিচার যেটি হোয়াটসঅ্যাপে চ্যাট ফিল্টারগুলি আরও সহজভাবে অ্যাক্সেসের সুবিধা দেয় ৷

WhatsApp Rolls Out Custom Lists
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার (ছবি হোয়াটসঅ্যাপ)

By ETV Bharat Tech Team

Published : Dec 10, 2024, 5:00 PM IST

হায়দরাবাদ:ভারতে লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপের 'Custom Lists' ফিচার । মেটা-মালিকানাধীন মেসেজিং সার্ভিস প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সম্প্রতি এই চ্যাট ফিল্টার ফিচার চালু করেছে ৷ এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’টি ক্ষেত্রেই ব্যবহার করা যাবে ৷ তাই অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য সহজ হবে হোয়াটসঅ্যাপ চ্যাট ৷

হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে চালু টাইপিং ইন্ডিকেটর '...'

নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ চ্যাট ফিল্টারের পাশে একটি একটি"+" আইকন দেখা যাচ্ছে ৷ এই অপশনে ক্লিক করেই পছন্দের নাম এবং গ্রুপ অ্যাড করতে পারবেন ৷ এই আইকনটির মাধ্যমে কাস্টম ফিল্টার তৈরি করা যাবে ৷ নতুন ফিচারের সাহায্যে সহজেই পছন্দের মানুষজন ও গ্রুপের সদস্যদের সঙ্গে চ্যাট করা যাবে ৷

হোয়াটসঅ্যাপে কীভাবে কাস্টম তালিকা তৈরি করবেন

হোয়াটসঅ্যাপে কাস্টম তালিকায় কীভাবে পছন্দের ব্যক্তিদের ও গ্রুপ চ্যাট যোগ করবেন ৷ নীচের উল্লিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে পারেন ৷

  1. চ্যাট ফিল্টার দেখতে চ্যাট তালিকা স্ক্রল করতে হবে
  2. ডিফল্ট তালিকার শেষে নতুন "+" বোতামে ক্লিক করতে হবে
  3. তালিকায় যার নাম যোগ করতে চান সেটা সিলেক্ট করে অ্যাড করা যাবে ৷ একই ভাবে যোগ করা যাবে গ্রুপ চ্যাট

প্রসঙ্গত,"ফোকাস অন হোয়াট ম্যাটারস উইথ কাস্টম লিস্ট" শিরোনামের একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ কাস্টম তালিকায় চ্যাট ফিল্টার ফিচারের কথা উল্লেখ করা হয়েছে ৷ গুরুত্বপূর্ণ কথোপকথনে দ্রুত ফোকাস করার জন্য ব্যবহারকারীরা এখন পরিবার, অফিস ও পরিচিত ব্যক্তিদের চ্যাট কাস্টম তালিকার মাধ্যমে শ্রেণিবদ্ধ করতে পারবেন ৷

হোয়াটসঅ্যাপে একটি কাস্টম তালিকা তৈরি করতে প্রথমে ফিল্টার অপশনে ক্লিক করতে হবে ৷ কাস্টম তালিকা তৈরি হয়ে গেলে সেগুলি চ্যাট বক্সের বাঁ-দিকেও সরাতে পারবেন ৷ কাস্টামলিস্ট পছন্দ মতো রাখতে পারবেন ব্যবহারকারীরা ৷ নতুন কাস্টম তালিকা ফিচারটি ব্যবহারকারীদের কাজ এবং ব্যক্তিগত জীবনকে আলাদা ভাবে অ্যাক্সেস আরও সহজ করে তুলবে ৷

গুগলে যোগ হল নতুন ফিচার 'Search Without Personalization'

ABOUT THE AUTHOR

...view details