হায়দরাবাদ:পুজোর মানেই একরাশ আনন্দ ৷ ব্য়বসা থেকে শুরু সব কিছুতেি বাড়তি পাওনার প্রত্যাশা ৷ নতুন পণ্য বাজারে এনে ক্রেতা টানতে পুজোর মরশুমকেই বেছে নেয় বিভিন্ন সংস্থা ৷ শুধু নতুন পণ্য নয়, ক্রেতাদের জন্য বিভিন্ন অফারও দেয় সংস্থাগুলি ৷ উৎসবের মরশুমের কথা মাথায় রেখে, Vivo India তার Vivo Y28s 5G-এর দাম কমিয়েছে। চলতি বছরের জুলাই মাসে Vivo Y28e 5G ভারতে লঞ্চ করেছিল। মাত্র চারমাসের মধ্যেই 500 টাকা দাম কমল ৷
প্রথম 'মেড ইন ইন্ডিয়া' আইফোন 16 বিক্রি শুরু চলতি মাসে
এই হ্যান্ডসেটটিতে রয়েছে তিনটি RAM ৷ স্টোরেজ কনফিগারেশন যে বেশ আলাদা হবে তা বলার অপেক্ষা রাখে না ৷ এতে রয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট ৷ এটি 8GB পর্যন্ত LPDDR4X RAM এর সঙ্গে যুক্ত। স্মার্টফোনটিতে 50-মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি 8-মেগাপিক্সেল সেলফি শুটার রয়েছে। এছাড়াও IP64-রেটেড 6.56-ইঞ্চি HD+ LCD স্ক্রিন রয়েছে ৷
Vivo Y28s 5G (Vivo India) রয়েছে আইফোনের মতো ক্যামেরা কন্ট্রোল সুইচ ও ডুয়েল ডিসপ্লে
Vivo Y28s 5G নতুন দাম
4GB RAM যুক্ত Vivo Y28s 5G-এর জাম 13,499 টাকা ৷ যেখানে 6GB RAM এবং 8GB RAM-এর ভেরিয়েন্টের দাম যথাক্রমে 14,999 এবং 16,499 টাকা ৷ তিনটি মডেলেই রয়েছে 128GB ইনবিল্ট স্টোরেজ ৷ ভিনটেজ রেড এবং টুইঙ্কলিং পার্পল রঙে পাওয়া রঙে পাওয়া যাচ্ছে ৷ ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে ক্রেতারা কিনতে পারবেন ৷ এছড়াও অনলাইনে এই স্মার্টফোনগুলি কেনা যেতে পারে ৷
Vivo Y28s 5G (Vivo India)
আরও সস্তা আইফোন, নতুন রূপে বাজারে আসছে SE সিরিজ
Vivo Y28s 5G এর বৈশিষ্ট্য
Vivo Y28s 5জি-তে রয়েছে 6.56-ইঞ্চি HD + (720 x 1,612 পিক্সেল) LCD স্ক্রিন ৷ যেটির রিফ্রেশ রেট 90Hz এবং উজ্জ্বলতা 840 nits। হ্যান্ডসেটটি একটি MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে ৷ সেই সঙ্গে রয়েছে 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB eMMC 5.1 অনবোর্ড স্টোরেজ ৷ Android 14 সফটওয়ার ও Funtouch OS 14 সিস্টেম রয়েছে ।
দু’টি রঙে Vivo Y28s 5G (Vivo India) আমেরিকার মতো ভারতেও ছুটবে এয়ার ট্রেন, চড়বেন নাকি !
Vivo Y28s 5G -তে রয়েছে ডুয়েল ক্য়ামেপরা সেটআপ ৷ যার মধ্যে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 0.08-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এছাড়াও, সেলফি তোলার জন্য 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে । এই স্মার্টফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি ৷ USB Type-C পোর্ট ও 15W চার্জিংয়ের সুবিধা রয়েছে। নিরাপত্তার জন্য, ফোনটিতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফলে স্মার্টফোনটি সহজেই অ্যাক্সেস করা যাবে ৷ স্মার্টফোনটিতে IP64 রেটিং-এর সুবিধা থাকায় জল ধুলোতেও কোনও ক্ষতি হবে না ৷
কয়েক দশক আগে কেমন ছিল আপনার বসত এলাকা, দেখুন গুগলে