হায়দরাবাদ:ভারতের বাজারে একসঙ্গে দু’টি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভিভো ৷সম্প্রতিBISরিপোর্টে এই তথ্য পেশ করা হয়েছে ৷ সেই রিপোর্টে দেখা গিয়েছে সংস্থাটিফেব্রুয়ারিতে ভারতে Vivo V50 লঞ্চ করতে পারে । নতুন রিপোর্ট অনুসারে, Vivo ভারতে Vivo T4x 5G এবং Vivo Y59 5G লঞ্চ করতে পারে ।
ভিভোর দু’টি নতুন ফোন
মাই স্মার্ট প্রাইসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দু’টি স্মার্টফোন BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে মডেল নম্বর V2437 এবং V2443 হিসেবে দেখা গিয়েছে ৷ টেকস্যাভিদের মতে Vivo T4x 5G এবং Vivo Y59 5G হতে পারে । এই তালিকায় ফোন সম্পর্কিত বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি ।
Vivo T4x 5G মডেলটি 2024 সালের এপ্রিলে লঞ্চ হওয়া Vivo T3x 5G-এর আপডেটেড মডেল হিসেবে লঞ্চ করা হতে পারে । Vivo T3x 5G-তে Snapdragon 6 Gen 1 SoC চিপসেট ব্যবহার করা হয়েছিল । নতুন মডেলে অত্যাধুনিক প্রসেসর থাকবে ৷ 6.72 ইঞ্চি 120Hz HD LCD স্ক্রিন, 6000mAh ব্যাটারি, 44W দ্রুত চার্জিং, 50MP + 2MP ব্যাক ক্যামেরা সেটআপ, 8MP ফ্রন্ট ক্যামেরা এবং Android 14 ভিত্তিক Funtouch OS 14 সাপোর্ট করে । নতুন আপডেটেড মডেল আগের অত্যাধুনিক হবে এমনটাই আশা করা হচ্ছে ৷