হায়দরাবাদ: স্মার্টফোনে গেম খেলে সময় কাটানো বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম ৷ স্মার্টফোন কেনার সময় গেমিং ফিচার দেখে অনেকে সেটি কেনেন ৷ অনেক সময় দেখা যায় গেমিং স্মার্টফোন কিনতে গিয়ে সেটি বাজেটের বাইরে চলে যায় ৷ এখানে রইল 20 হাজারের কম দামের কিছু বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের তালিকা ৷ যেগুলি গেমিং-এ ক্ষেত্রেও অনবদ্য ৷
প্রসঙ্গত, গেমিং স্পেশাল স্মার্টফোনগুলিতে সাধারণত ব্যাটারি ক্ষমতা, প্রসেসর ও ডিসপ্লে উপর নজর দেওয়া প্রয়োজন ৷ প্রসেসর কমজোরি হলে গেম খেলা সময় সেটি হ্যাং করে যেতে পারে ৷ সেইসঙ্গে ব্যাটারির উপর গুরুত্ব দেওয়া হয়েছে ৷ ব্যাটারি ঠিক না থাকলে চার্জ দ্রুত কমে যাবে ৷ এই সবকিছু যদি একটি স্মার্টফোনে পাওয়া যায় তবে তো কথাই নেই ৷ গেমিং-এর জন্য অন্যতম বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হতে পারে Motorola, Samsung, iQOO এবং Nothing ৷
চলতি মাসে ভারতের বাজারে আসছে Realme 14x
1. Samsung Galaxy A15 5G
Samsung Galaxy A15 5G স্মার্টফোন বাজেট-সচেতন ব্যক্তিদের সেরা পছন্দ হতে পারে । এই সিরিজের দাম শুরু হচ্ছে 14,998 টাকা থেকে ৷ সমস্ত অনলাইন শপিং সাইটে পাওয়া যাচ্ছে এটি । Samsung Galaxy A15 5G -তে MediaTek Dimension 6100+ প্রসেসর ব্যবহার করা হয়েছে ৷ যাতে গেম খেলার সময় কোনও সমস্যা না হয় ৷ এছাড়াও, এটিতে 50MP-এর একটি ক্যামেরা-সহ ট্রাই-ক্যামেরা সেটআপ রয়েছে ৷ যারমধ্যে একটি 5MP ক্যামেরা (আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স) এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে ।
2. Redmi Note 13 Pro
Xiaomi-এর Redmi Note 13 Pro ভারতে 18,250 টাকায় বিক্রি হচ্ছে ৷ এই স্মার্টফোনটি-তে রয়েছে Snapdragon 7s Gen 2 চিপসেট ও 1.5K 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট, ডলবি ভিশন সাপোর্ট করে। ডিসপ্লের কারণে এটি গেমিং-এর ক্ষেত্রেও অসাধারণ ৷ এতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দেওয়া হয়েছে । ফলে ডিসপ্লে সহজে ক্ষতিগ্রস্ত হয় না ৷
3. Moto Edge 50 Neo
Moto Edge 50 Neo ই-কমার্স ওয়েবসাইট 21,999 টাকায় বিক্রি হচ্ছে ৷ তবে অফার থাকায় অতিরিক্ত 2,000 টাকা ডিসকাউন্ট রয়েছ, দাম 20 হাজারের মধ্যে রয়েছে ৷ এক কথায় বলা যায় সমস্ত অফার ও ডিসকাউন্ট মিলিয়ে এটি 19,999 টাকায় কেনা কিনতে পারবেন। এতে MediaTek Dimension 7300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে 50MP মেন ক্যামেরা, 13MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 10MP টেলিফটো ক্যামেরা।
4. iQOO Z9
iQOO Z9 ই-কমার্স ওয়েবসাইট Amazon-এ 18,498 টাকায় বিক্রি হচ্ছে ৷ এতে MediaTek Dimensity 7200 প্রসেসর রয়েছে ৷ প্রসেসর শক্তিশালী হওয়ায় এটি গেমিং-এর সময়ে কোনও সমস্যা তৈরি করে না ৷ এটিতে 50MP Sony IMX882 OIS সেন্সর রয়েছে, যা 4K ভিডিও রেকর্ডিং, সুপার নাইট মোড, 2x পোর্ট্রেট জুমের সুবিধা থাকায় ছবি তোলা আরও সহজ করে তোলে ৷ 50MP UHD মোড সাপোর্ট করায় ভিডিয়ো কোয়ালিটি ভালো হয় ৷
5. Nothing Phone 2a
Nothing Phone 2a ই-কমার্স সাইট Flipkart-এ 23,999 টাকা পাওয়া যাচ্ছে ৷ ডিসকাউন্ট এবং অন্যান্য অফার থাকায় 3,000 টাকা ছাড় দিচ্ছে সংস্থাটি ৷ এটি 20,999 টাকায় কেনা যাবে ৷ ফোনে MediaTek Dimension 7200 Pro প্রসেসর দেওয়া হচ্ছে । এটিতে একটি 6.7 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি রয়েছে । অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ দু’টি 50MP ক্যামেরা এবং সেলফির জন্য একটি 32MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে ।
স্মৃতি হবে অমলিন, ছবি তুলতে ভরসা নতুন Redmi Note 14 সিরিজ