হায়দরাবাদ:ভারতীয় বাজারে লঞ্চ করল রেডমির স্মার্টওয়াচ ৷ সদ্যXiaomi তার ভারতীয় গ্রাহকদের জন্য Redmi Watch 5 Lite বাজারজাত করেছে ৷ ঘড়িটির দাম 3,999 টাকা ৷ তবে অফার থাকায় এটি 3,499 টাকায় কেনা যাবে ৷ শাওমির স্মার্টওয়াচের এই মডেলটি ইতিমধ্যেই অনলাইন সাইটে পাওয়া যাচ্ছে ৷ এছাড়াও mi.com থেকেও এই ঘড়ি অর্ডার করা যেতে পারে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে কালো ও হালকা গোল্ডেন রঙে এই স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে ৷ 5 মিটার গভীর জলের নীচেও কোনও ক্ষতি হয় না ৷ এবার দেখে নেওয়া যাক এই স্মার্টওয়াচের আর কি বিশেষত্ব ৷
বিল মেটাতে মোবাইল নয়, স্মার্টওয়াচের 'tap and pay' অপশনে এক নিমেষে পেমেন্ট
এখানে বৈশিষ্ট্য আছে:
- শাওমির এই স্মার্টওয়াচে 1.96-ইঞ্চি (410 x 502 পিক্সেল) AMOLED স্ক্রিন রয়েছে ৷ যেটি 600 নিট পর্যন্ত উজ্জ্বল ৷
- রেডমির এই স্মার্ট ওয়াচ-এ রয়েছে হার্ট রেট সেন্সর, অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপের সুুবিধা ৷ ফলে শরীরে অবস্থা কিছুটা হলে বোঝা যায় ৷
- রয়েছে কল করার সুবিধা ৷ ঘড়িটিতে থাকা বিল্ট-ইন মাইক্রোফোন, স্পিকার, 2-মাইক ENC রয়েছে। ফলে ফোন করা আরও সহজ ৷
- ক্লক ট্র্যাকিং, ঘুম এবং স্ট্রেস মনিটরিং, পিরিয়ড সাইকেল মনিটরিং-এর সুবিধা রয়েছে ৷ এই সম্পর্কিত তথ্য সহজেই নথিবদ্ধ করে রাখা যাবে ৷
- রেডমি ওয়াচে রয়েছে 160টিরও বেশি স্পোর্টস মোড ৷ কাস্টমাইজেশনের সুবিধা, নাইট মোড, ডিএনডি মোড, থিয়েটার মোড, ওয়াটার ক্লিয়ারিং মোড রয়েছে। এটিতে 470mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৷