পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

রেডমি প্রো সংস্করণ, রয়েছে স্ন্যাপড্রাগন 8s এলিট চিপসেট - REDMI TURBO 4 PRO

চিনের এক টিপস্টারের দাবি, জানুয়ারিতে লঞ্চ হওয়া Redmi Turbo 4-এর প্রো সংস্করণ শীঘ্রই বাজারে আসতে চলেছে ৷ এতে Snapdragon 8s এলিট চিপসেট থাকতে পারে ৷

REDMI TURBO 4
এই বছরের জানুয়ারিতে লঞ্চ করেছে REDMI TURBO 4 (ছবি Xiaomi China)

By ETV Bharat Tech Team

Published : Jan 15, 2025, 11:08 AM IST

হায়দরাবাদ:চলতি মাসের 2 তারিখে চিনে লঞ্চ করেছে Redmi Turbo 4 ৷ এবার লঞ্চ করতে চলেছে Redmi Turbo 4 pro মডেল ৷ ইতিমধ্যেই এই সিরিজের কাজও শুরু হয়ে গিয়েছে ৷ Redmi Turbo 4-তে রয়েছে MediaTek ডাইমেনসিটি 8400-আল্ট্রা চিপসেট ৷ এছাড়াও ডিভাইসটিতে সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s এলিট চিপসেট রয়েছে ৷ এটিতে 7,000mAh শক্তি সম্পন্ন ব্যাটারি থাকতে পারে বলে জানা গিয়েছে ৷

Redmi Turbo 4 Pro-এর প্রসেসর

চিনের ওই টিপস্টার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো-র একটি ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছে, রেডমি টার্বো 4 প্রো-তে স্ন্যাপড্রাগন 8s এলিট চিপসেট থাকতে পারে । এর প্রসেসরটি Snapdragon 8s Gen 3র পরবর্তী জেনেরেশন চিপসেট হিসাবে ঘোষণা করা হতে পারে ৷ Redmi Turbo 4 Pro-এ ফ্ল্যাগশিপ-লেভেল প্রসেসর প্যাক করা প্রথম হ্যান্ডসেট হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

অনলাইনে চলছে Republic Day Sale, 50 শতাংশেরও বেশি ছাড়

Redmi Turbo 4 Pro স্পেসিফিকেশন

Redmi Turbo 4 Pro মডেলে 1.5K রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাসের 6.67-ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে। সেইসঙ্গে গ্লাস বডি এবং মিডল ফ্রেম মেটালের হতে পারে ৷ চিনের ওই টিপস্টার উল্লেখ করেছেন, নতুন হ্যান্ডসেটটি ফ্ল্যাগশিপ সিরিজের হলেও, এর রঙ ও অন্যান্য বৈশিষ্ট্য মিডরেঞ্জ সিরিজের মতোই থাকবে ৷ এছাড়া, স্মার্টফোনটিতে 7,000mAh-এর একটি ব্যাটারিও থাকতে পারে ।

Redmi Turbo 4: স্পেসিফিকেশন এবং দাম

চলতি মাসের শুরুতেই Redmi Turbo 4 চিনে লঞ্চ করেছিল ৷ 12GB RAM + 256GB স্টোরেজ -সহ MediaTek Dimensity 8400-আল্ট্রা চিপসেট রয়েছে ৷ চিনে এর দাম ছিল CNY 1,999 (ভারতীয় মুদ্রায় 23,500 টাকা) ৷ ডিভাইসটি ধুলো এবং জল প্রতিরোধে ক্ষমতা থাকায় IP69 রেটিং দেওয়া হয়েছে । Redmi Turbo 40-এ একটি 50MP সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড লেন্সের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ৷ সেলফি এবং ভিডিয়ো কলের জন্য এটিতে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে ।

Redmi Turbo 4-এ 90W তারযুক্ত দ্রুত চার্জিং সাপোর্ট করে ৷ এই মডেলটিতে রয়েছে 6,550mAh ব্যাটারি । এই হ্যান্ডসেটটি লাকি ক্লাউড হোয়াইট, শ্যাডো ব্ল্যাক এবং শ্যালো সি ব্লু এই তিন ভিন্ন রঙে পাওয়া যায় ৷

লঞ্চের আগে প্রকাশ্যে গ্যালাক্সি সিরিজের S25-এর ফিচার

ABOUT THE AUTHOR

...view details