ETV Bharat / technology

একবার ফুল চার্জে চলে প্রায় 100 কিলোমিটার এই ইলেকট্রিক স্কুটার - AMPERE MAGNUS NEO LAUNCHED

নতুন অ্যাম্পিয়ার ম্যাগনাস নিও ৷ যেটির সর্বোচ্চ গতি ঘণ্টায় 65 কিমি বেশি ৷ দাম 80 হাজার টাকার থেকেও কম ৷

AMPERE MAGNUS NEO
অ্যাম্পিয়ার ম্যাগনাস নিও ইলেকট্রিক স্কুটার (ছবি Ampere India)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 15, 2025, 5:28 PM IST

হায়দরাবাদ: ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা অ্যাম্পিয়ার ভারতীয় বাজারে আনল তাদের নতুন বৈদ্যুতিক স্কুটার 'Amapere Magnus Neo' দাম শুরু হচ্ছে 79,999 টাকা (এক্স-শোরুম) থেকে। নতুন ম্যাগনাস নিও অ্যাম্পিয়ার আপাতত একটি ভ্যেরিয়েন্টে পাওয়া যাবে ৷ তবে রঙের ক্ষেত্রে 5টি বিকল্প রয়েছে ৷

অ্যাম্পিয়ার ম্যাগনাস নিও ডিজাইন এবং স্পেসিফিকেশন: এটির ডিজাইনস অন্যান্য ইলেকট্রিক স্কুটারের থেকে আলাদা ৷ এটি একটি ডুয়াল-টোন পেইন্ট ও একাধিক বিকল্প রঙে পাওয়া যাচ্ছে ৷ এই স্কুটারে রয়েছে 2.3kWh LFP ব্যাটারি। কোম্পানির দাবি, যে এটি একবার চার্জে 70-80 কিলোমিটার পর্যন্ত যেতে পারে । ম্যাগনাস EX ৃমডেলের রেঞ্জ 80-100 কিলোমিটার ৷ Amapere Magnus Neo ম্যাগনাস EX মডেলের সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারে ৷

শুরু হচ্ছে গাড়ি মেলা, যে সমস্ত নতুন মডেল দেখা যাবে

65 কিমি সর্বোচ্চ গতি: অ্যাম্পিয়ার ম্যাগনাস নিও সর্বোচ্চ গতি 65 কিমি প্রতি ঘণ্টা। ম্যাগনাসের এই মডেলটির গতি সর্বোচ্চ ৷ এর আরেকটি বিশেষত্ব হল ম্যাগনাস নিও-তে 12 ইঞ্চি চাকা রয়েছে। অন্যান্য ভেরিয়েন্টগুলিতে রয়েছে 10-ইঞ্চি চাকা ৷

অন্যান্য ফিচার: পাঁচটি ভিন্ন রঙে কিনতে পারবেন গ্রাহকরা এটি ৷ সংস্থার তরফে জানা গিয়েছে, কালো, নীল, লাল, সাদা, ধূসর এই পাঁচ রঙে পাওয়া যাচ্ছে ৷ রঙের ভ্যেরিয়েন্ট থাকলেও অন্যান্য ফিচারের ক্ষেত্রে কোনও ভ্যেরিয়েন্ট নেই ৷ নতুন Amapere Magnus Neo-তে রয়েছে ডিজিটাল ড্যাশ বোর্ড ৷ বৈদ্যুতিক স্কুটারের ক্ষেত্রে এই প্রথম স্কুটার, যেটাতে ডিজিটাল ড্যাশ বোর্ড ৷ নতুন ম্যাগনাস নিও-তে 5 বছরে 75,000 কিলোমিটার ব্য়াটারি ওয়ারেন্টি রয়েছে ৷ এটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে 5-6 ঘণ্টা । এখনও পর্যন্ত এটি সব থেকে সাশ্রয়ী দামের ইলেকট্রিক স্কুটার ৷

2025 Tata Tiago, Tiago EV এবং Tigor-র নতুন মডেলে রয়েছে উন্নত ইঞ্জিন

হায়দরাবাদ: ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা অ্যাম্পিয়ার ভারতীয় বাজারে আনল তাদের নতুন বৈদ্যুতিক স্কুটার 'Amapere Magnus Neo' দাম শুরু হচ্ছে 79,999 টাকা (এক্স-শোরুম) থেকে। নতুন ম্যাগনাস নিও অ্যাম্পিয়ার আপাতত একটি ভ্যেরিয়েন্টে পাওয়া যাবে ৷ তবে রঙের ক্ষেত্রে 5টি বিকল্প রয়েছে ৷

অ্যাম্পিয়ার ম্যাগনাস নিও ডিজাইন এবং স্পেসিফিকেশন: এটির ডিজাইনস অন্যান্য ইলেকট্রিক স্কুটারের থেকে আলাদা ৷ এটি একটি ডুয়াল-টোন পেইন্ট ও একাধিক বিকল্প রঙে পাওয়া যাচ্ছে ৷ এই স্কুটারে রয়েছে 2.3kWh LFP ব্যাটারি। কোম্পানির দাবি, যে এটি একবার চার্জে 70-80 কিলোমিটার পর্যন্ত যেতে পারে । ম্যাগনাস EX ৃমডেলের রেঞ্জ 80-100 কিলোমিটার ৷ Amapere Magnus Neo ম্যাগনাস EX মডেলের সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারে ৷

শুরু হচ্ছে গাড়ি মেলা, যে সমস্ত নতুন মডেল দেখা যাবে

65 কিমি সর্বোচ্চ গতি: অ্যাম্পিয়ার ম্যাগনাস নিও সর্বোচ্চ গতি 65 কিমি প্রতি ঘণ্টা। ম্যাগনাসের এই মডেলটির গতি সর্বোচ্চ ৷ এর আরেকটি বিশেষত্ব হল ম্যাগনাস নিও-তে 12 ইঞ্চি চাকা রয়েছে। অন্যান্য ভেরিয়েন্টগুলিতে রয়েছে 10-ইঞ্চি চাকা ৷

অন্যান্য ফিচার: পাঁচটি ভিন্ন রঙে কিনতে পারবেন গ্রাহকরা এটি ৷ সংস্থার তরফে জানা গিয়েছে, কালো, নীল, লাল, সাদা, ধূসর এই পাঁচ রঙে পাওয়া যাচ্ছে ৷ রঙের ভ্যেরিয়েন্ট থাকলেও অন্যান্য ফিচারের ক্ষেত্রে কোনও ভ্যেরিয়েন্ট নেই ৷ নতুন Amapere Magnus Neo-তে রয়েছে ডিজিটাল ড্যাশ বোর্ড ৷ বৈদ্যুতিক স্কুটারের ক্ষেত্রে এই প্রথম স্কুটার, যেটাতে ডিজিটাল ড্যাশ বোর্ড ৷ নতুন ম্যাগনাস নিও-তে 5 বছরে 75,000 কিলোমিটার ব্য়াটারি ওয়ারেন্টি রয়েছে ৷ এটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে 5-6 ঘণ্টা । এখনও পর্যন্ত এটি সব থেকে সাশ্রয়ী দামের ইলেকট্রিক স্কুটার ৷

2025 Tata Tiago, Tiago EV এবং Tigor-র নতুন মডেলে রয়েছে উন্নত ইঞ্জিন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.