ETV Bharat / technology

গুগলে মহাকুম্ভ! ঝরে পড়ছে গোলাপের পাপড়ি - MAHAKUMBH 2025

শুরু হয়েছে মহাকুম্ভ মেলা 2025 ৷ গুগলে পেজ ওপেন করলেই ঝরে পড়ছে গোলাপের পাপড়ি ৷ মহাকুম্ভ মেলা উপলক্ষ্যে গুগলের নতুন অ্য়ানিমেশন ৷

GOOGLE ANIMATION
গুগলে ঝরে পড়ছে গোলাপের পাপড়ি (ছবি GOOGLE)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 14, 2025, 5:29 PM IST

হায়দরাবাদ: প্রয়াগরাজে শুরু হয়েছে 'মহা কুম্ভ মেলা' 2025 ৷ মনে করা হয় এটি বৃহত্তম এবং সবচেয়ে পবিত্র মেলা ৷ আজ সেই মেলার দ্বিতীয় দিন ৷ সোমবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত । প্রতি বারো বছরে একবার হয় এই আধ্যাত্মিক মেলা ৷ কোটি কোটি ভক্ত গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমক্ষেত্র প্রয়াগরাজে পৌঁছান পুণ্যস্নানে ।

দেশবাসীর এই আবেগকে শ্রদ্ধা জানাতে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তৈরি । একটি অ্যানিমেশন তৈরি করা হয়েছে ৷ 'মহা কুম্ভ'-এ গোলাপের পাপড়ি বর্ষণ হচ্ছে ! ডিজিটালি যে কেউ গোলাপের পাপড়ি অর্পণ করে 'মহা কুম্ভ'-র অভিষেক করতে পারেন ৷ এবার জেনে নেওয়া যাক কীভাবে করবেন ডিজিটাল শ্রদ্ধাজ্ঞাপণ ।

  • প্রথমে মোবাইল বা ডেস্কটপের গুগল সার্চ ইঞ্জিনে যেতে হবে
  • তারপর হিন্দি বা ইংরেজিতে মহা কুম্ভ শব্দটি টাইপ করে, ক্লিক করতে হবে
  • স্ক্রিনের নীচে গোলাপি রঙে আরও একটি চিহ্ন দেখা যাবে
  • সেটিতে ক্লিক করলে স্ক্রিনে গোলাপের পাপড়ি ঘরে পড়বে
  • এই অ্যানিমেশনের পাশাপাশি তিনটি অপশন স্ক্রিনের দেখা যাবে
  • প্রথম অপশনে ক্লিক করলে অ্যানিমেশনটি বন্ধ হয়ে যাবে
  • দ্বিতীয় অপশনে ক্লিক করলে গোলাপের পাপড়ির সংখ্যা বাড়বে
  • যতবার এই অপশনে ক্লিক করবেন ততবার স্ক্রিনে গোলাপের পাপড়ি দেখা যাবে
  • তৃতীয় অপশনে ক্লিক করে শেয়ার করা যাবে

সুবর্ণ সুযোগ: উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভ মেলায় আগতদের একটি সুবর্ণ সুযোগ দিয়েছে । মাত্র 1,296 টাকায় হেলিকপ্টার যাত্রা করতে পারবেন তাঁরা । এই মর্মে ইতিমধ্যেই উত্তর প্রদেশের পর্যটন বিভাগ ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং একটি বিবৃতিতে প্রকাশ করেছেন। যাত্রীরা হেলিকপ্টারে 7 থেকে 8 মিনিটের জন্য প্রয়াগরাজ শহরের দৃশ্য দেখতে পারবেন হেলিকপ্টারে করে ৷

অনলাইন বুকিং সিস্টেম: উত্তরপ্রদেশ সরকার হেলিকপ্টার ভ্রমণের জন্য একটি অনলাইন বুকিং সিস্টেম চালু করেছে। যারা হেলিকপ্টারে ভ্রমণ করতে চাইলে www.upstdc.co.in ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে পারেন । এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সরকার পবন হংস এমনটাই জানিয়েছেন ৷ এছাড়াও, উত্তরপ্রদেশ পর্যটন ও সংস্কৃতি বিভাগের তরফে জানানো হয়েছে যে, এলাকায় এই মহা সম্মেলন হবে সেখানে ওয়াটার অ্যাডভেঞ্চার স্পোর্টস আয়োজনের প্রস্তুতি চলছে ৷

জিও-র নতুন অফার, দু’বছরের জন্য বিনামূল্যে প্রিমিয়াম মেম্বারশিপ

হায়দরাবাদ: প্রয়াগরাজে শুরু হয়েছে 'মহা কুম্ভ মেলা' 2025 ৷ মনে করা হয় এটি বৃহত্তম এবং সবচেয়ে পবিত্র মেলা ৷ আজ সেই মেলার দ্বিতীয় দিন ৷ সোমবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত । প্রতি বারো বছরে একবার হয় এই আধ্যাত্মিক মেলা ৷ কোটি কোটি ভক্ত গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমক্ষেত্র প্রয়াগরাজে পৌঁছান পুণ্যস্নানে ।

দেশবাসীর এই আবেগকে শ্রদ্ধা জানাতে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তৈরি । একটি অ্যানিমেশন তৈরি করা হয়েছে ৷ 'মহা কুম্ভ'-এ গোলাপের পাপড়ি বর্ষণ হচ্ছে ! ডিজিটালি যে কেউ গোলাপের পাপড়ি অর্পণ করে 'মহা কুম্ভ'-র অভিষেক করতে পারেন ৷ এবার জেনে নেওয়া যাক কীভাবে করবেন ডিজিটাল শ্রদ্ধাজ্ঞাপণ ।

  • প্রথমে মোবাইল বা ডেস্কটপের গুগল সার্চ ইঞ্জিনে যেতে হবে
  • তারপর হিন্দি বা ইংরেজিতে মহা কুম্ভ শব্দটি টাইপ করে, ক্লিক করতে হবে
  • স্ক্রিনের নীচে গোলাপি রঙে আরও একটি চিহ্ন দেখা যাবে
  • সেটিতে ক্লিক করলে স্ক্রিনে গোলাপের পাপড়ি ঘরে পড়বে
  • এই অ্যানিমেশনের পাশাপাশি তিনটি অপশন স্ক্রিনের দেখা যাবে
  • প্রথম অপশনে ক্লিক করলে অ্যানিমেশনটি বন্ধ হয়ে যাবে
  • দ্বিতীয় অপশনে ক্লিক করলে গোলাপের পাপড়ির সংখ্যা বাড়বে
  • যতবার এই অপশনে ক্লিক করবেন ততবার স্ক্রিনে গোলাপের পাপড়ি দেখা যাবে
  • তৃতীয় অপশনে ক্লিক করে শেয়ার করা যাবে

সুবর্ণ সুযোগ: উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভ মেলায় আগতদের একটি সুবর্ণ সুযোগ দিয়েছে । মাত্র 1,296 টাকায় হেলিকপ্টার যাত্রা করতে পারবেন তাঁরা । এই মর্মে ইতিমধ্যেই উত্তর প্রদেশের পর্যটন বিভাগ ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং একটি বিবৃতিতে প্রকাশ করেছেন। যাত্রীরা হেলিকপ্টারে 7 থেকে 8 মিনিটের জন্য প্রয়াগরাজ শহরের দৃশ্য দেখতে পারবেন হেলিকপ্টারে করে ৷

অনলাইন বুকিং সিস্টেম: উত্তরপ্রদেশ সরকার হেলিকপ্টার ভ্রমণের জন্য একটি অনলাইন বুকিং সিস্টেম চালু করেছে। যারা হেলিকপ্টারে ভ্রমণ করতে চাইলে www.upstdc.co.in ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে পারেন । এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সরকার পবন হংস এমনটাই জানিয়েছেন ৷ এছাড়াও, উত্তরপ্রদেশ পর্যটন ও সংস্কৃতি বিভাগের তরফে জানানো হয়েছে যে, এলাকায় এই মহা সম্মেলন হবে সেখানে ওয়াটার অ্যাডভেঞ্চার স্পোর্টস আয়োজনের প্রস্তুতি চলছে ৷

জিও-র নতুন অফার, দু’বছরের জন্য বিনামূল্যে প্রিমিয়াম মেম্বারশিপ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.