হায়দরাবাদ:Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi 'K80' সিরিজ লঞ্চ হয়েছে বাজারে। এই সিরিজের স্মার্টফোনগুলিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ৷ ব্যাটারি থেকে শুরু করে প্রসেসর ও ক্যামেরাতেও অত্যাধুনিক ফিচার যোগ করা হয়েছে । এবার Redmi K80 5G ফোনের বৈশিষ্ট্য, দাম ও অত্যাধুনিক ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ৷
চারটি ভিন্ন রঙে উপলব্ধ: Redmi K80 স্মার্টফোনটি চিনে স্নো রক হোয়াইট, মাউন্টেন গ্রিন, মিস্টিরিয়াস নাইট ব্ল্যাক এবং টোয়াইলাইট মুন ব্লু রঙে পাওয়া যাবে । পাশাপাশি মডেলটি মোট পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে ৷ বেস মডেলটি 12GB র্যাম ও 256GB স্টোরেজ সাপোর্ট করে ৷ অপর ভেরিয়েন্টটি 16GB RAM এবং 1TB স্টোরেজের সুবিধা আছে ৷ ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় 29 হাজার থেকে 42 হাজার টাকা পর্যন্ত ।
Redmi K80 প্রসেসর: Redmi K80 স্মার্টফোনটি Android 15 সফটওয়্য়ারে চলে। যা HyperOS 2-এ কাজ করে। স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে ৷
Redmi K80 ক্যামেরা: Redmi K80 একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ-সহ লঞ্চ করা হয়েছে। এর পিছনের প্যানেলে f/1.6 অ্যাপারচার A 50-মেগাপিক্সেল লাইট ফিউশন 800 OIS সেন্সর ক্যামেরা রয়েছে ৷ যা একটি 8MP 120° আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ছবি তুলতে সাহায্য করে । একই সময়ে, সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 20-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্টের সুবিধা রয়েছে ।
ব্যাটারি কেমন: 6,550mAh ব্যাটারি দ্বারা চালিত। বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই মোবাইলে 90-ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে । চিনে লঞ্চ করলেও ভারতে কবে আসবে তা জানা যায়নি ৷