পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

স্ন্যাপড্রাগন 8, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা! বাজার কাঁপাতে তৈরি Redmi K80 - XIAOMI REDMI K80

Redmi কোম্পানি দুটি অনন্য ফোন লঞ্চ করেছে । প্রতিবেদনে রইল Redmi K80 সিরিজের স্মার্টফোন সম্পর্কিত বিস্তারিত তথ্য ৷

Xiaomi
Redmi K80 স্মার্টফোন (ছবি Redmi)

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 2:43 PM IST

হায়দরাবাদ:Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi 'K80' সিরিজ লঞ্চ হয়েছে বাজারে। এই সিরিজের স্মার্টফোনগুলিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ৷ ব্যাটারি থেকে শুরু করে প্রসেসর ও ক্যামেরাতেও অত্যাধুনিক ফিচার যোগ করা হয়েছে । এবার Redmi K80 5G ফোনের বৈশিষ্ট্য, দাম ও অত্যাধুনিক ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ৷

বাজারে এল কাস্টমাইজড স্মার্টফোন, দামও সাধ্যের মধ্যে

Redmi K80 ডিসপ্লে: Redmi K80-এ 3200x1440 পিক্সেল রেজোলিউশন-সহ 6.67-ইঞ্চি ডিসপ্লে রয়েছে । প্রো-মডেলের মতো এতেও রয়েছে OLED প্যানেল । 120Hz রিফ্রেশ রেট, 2560Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, এবং 3200nits পিক ব্রাইটনেস আউটপুট ডিসপ্লে । এই মোবাইলে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ৷

ভারতে বেড়েছে আইফোনের উৎপাদন, কর্ম সংস্থান হয়েছে 1.75 লাখ

চারটি ভিন্ন রঙে উপলব্ধ: Redmi K80 স্মার্টফোনটি চিনে স্নো রক হোয়াইট, মাউন্টেন গ্রিন, মিস্টিরিয়াস নাইট ব্ল্যাক এবং টোয়াইলাইট মুন ব্লু রঙে পাওয়া যাবে । পাশাপাশি মডেলটি মোট পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে ৷ বেস মডেলটি 12GB র‍্যাম ও 256GB স্টোরেজ সাপোর্ট করে ৷ অপর ভেরিয়েন্টটি 16GB RAM এবং 1TB স্টোরেজের সুবিধা আছে ৷ ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় 29 হাজার থেকে 42 হাজার টাকা পর্যন্ত ।

Redmi K80 প্রসেসর: Redmi K80 স্মার্টফোনটি Android 15 সফটওয়্য়ারে চলে। যা HyperOS 2-এ কাজ করে। স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে ৷

এই স্কুটারে 100 কিলোমিটার যেতে খরচ মাত্র সাড়ে 7 টাকা!

Redmi K80 ক্যামেরা: Redmi K80 একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ-সহ লঞ্চ করা হয়েছে। এর পিছনের প্যানেলে f/1.6 অ্যাপারচার A 50-মেগাপিক্সেল লাইট ফিউশন 800 OIS সেন্সর ক্যামেরা রয়েছে ৷ যা একটি 8MP 120° আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ছবি তুলতে সাহায্য করে । একই সময়ে, সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 20-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্টের সুবিধা রয়েছে ।

ব্যাটারি কেমন: 6,550mAh ব্যাটারি দ্বারা চালিত। বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই মোবাইলে 90-ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে । চিনে লঞ্চ করলেও ভারতে কবে আসবে তা জানা যায়নি ৷

ব়্য়াম স্টেরেজ দাম
12GB RAM 256GB স্টোরেজ 2499 ইউয়ান 29 হাজার 170 টাকা
12GB RAM 512GB স্টোরেজ 2899 ইউয়ান 33 হাজার 840 টাকা
16GB RAM 256GB স্টোরেজ 2699 ইউয়ান প্রায় 31 হাজার 500 টাকা
16GB RAM 512GB স্টোরেজ 3199 ইউয়ান প্রায় 37 হাজার 340 টাকা
16GB RAM 1TB স্টোরেজ 3599 ইউয়ান প্রায় 42 হাজার টাকা

ABOUT THE AUTHOR

...view details