হায়দরাবাদ:বেশ কিছুদিন ধরেই ওয়ানপ্লাসের কোম্পানির মোবাইল গ্রাহকদের ডিসপ্লে সমস্যার সন্মুখীন হতে হয়েছে ৷ অধিকাংশ গ্রাহকের স্মার্টফোনের ডিসপ্লে-তে একটি গ্রিন লাইন সমস্যা দেখা দিয়েছিল বলে তাঁরা উল্লেখ করেছেন ৷ বিষয়টির সমাধান খুঁজতে গিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি মডেলের মাদারবোর্ডে সমস্যার কারণে স্মার্টফোনের ডিসপ্লে-তে সবুজ রঙের লাইন দেখা যাচ্ছে ৷ ফোনএরিনা (FoneArena) প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে ৷
গ্রামেও বাড়ছে স্মার্টফোন ব্যবহার, মাত্র দু’মাসে 9 শতাংশ বিক্রি বৃদ্ধি
ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, OnePlus 8 এবং OnePlus 9 সিরিজের ডিভাইসে এই সমস্যা দেখা দিয়েছে ৷ ওয়ানপ্লাসের নির্ধারিত এই মডেলগুলির লাইফটাইম বিনামূল্যে রিপেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছে ৷ ওয়ানপ্লাসের তরফে জানা গিয়েছে, সংস্থার বেশ কিছু স্মার্টফোন, বিশেষত করে OnePlus 8 সিরিজ এবং OnePlus 9 সিরিজের ব্যবহারকারীদের ডিসপ্লে জনিত এই সমস্যার সন্মুখীন হতে হচ্ছে ৷ ডিভাইসগুলি মাদারবোর্ডের সমস্যার কারণে ডিসপ্লেতে সবুজ লাইন দেখা দিয়েছে ৷
অ্যাপলের 'বিজনেস কানেক্ট' ফিচার, দেখা যাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোগো