পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

ইলেকট্রিক স্কুটারে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ছাড়, কে দিচ্ছে ! - OLA SCOOTERS DISCOUNT

ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারক ওলা ইলেকট্রিক তাদের Ola S1 মডেলে স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছে ৷ উৎসবের মরশুমে গ্রাহক টানতে এই বিশেষ অফার ৷

OLA SCOOTERS DISCOUNT
ওলা স্কুটার এস1 মডেল (ছবি - ওলা ইলেকট্রিক)

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 12:35 PM IST

হায়দরাবাদ: উৎসবকে রঙীন করতে ওলার পুজো অফার ৷ উৎসবের মরসুমে স্টক ক্লিয়ারেন্স সেলে বিপুল পরিমাণ ছাড় দিচ্ছ ওলা ৷ বৈদ্যুতিক টু-হুইলার নির্মাতা সংস্থা ওলা ইলেকট্রিক তাদের বেশ কয়েকটি বৈদ্যুতিক স্কুটারের মডেলে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, Ola S1-মডেলের উপর ব্যপক ডিসকাউন্ট চলছে ৷ ওলা ইলেকট্রিকের এই মডেলের বাইকের দাম 49,999 টাকা (এক্স-শোরুম) এ আগের কম দাম ছাড়াও ৷ কোম্পানি Ola S1 মডেলে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।

এক লাখি ন্যানো, প্রতিশ্রুতি রেখেছিলেন রতন টাটা

এছাড়াও, 5,000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস রেয়ছে ওলা ইলেকট্রিক স্কুটার কিনলে ৷ এছাড়াও, নির্বাচিত বেশ কয়েকটি ব্যাংকের ক্রেডিট কার্ডের ইএমআই-তে কিনলে 5,000 টাকা পর্যন্ত ফিনান্স অফার দেওয়া হচ্ছে।

ওলা ইলেকট্রিকের তরফে জানানো হয়েছে, স্কুটারগুলিতে 6,000 টাকা পর্যন্ত মূল্যের বিনামূল্যে MoveOS+ আপগ্রেড এবং 7,000 টাকা পর্যন্ত বিনামূল্যের চার্জিং ক্রেডিট অন্তর্ভুক্ত রয়েছে। Ola S1 -এর বেশ কয়েকটি মডেল রয়েছে, যার মধ্যে S1 রয়েছে এর মধ্যে প্রো মডেল ৷ S1 এর আরও তিনটি মডেল রয়েছে ৷ এই অফার সব ক্ষেত্রেই প্রযোজ্য ৷

পুজোয় বিশেষ অফার! বেশ কয়েকটি মডেলে ওয়ারেন্টি বৃদ্ধি করল হন্ডা

প্রসঙ্গত, ওলা ইলেকট্রিক স্কুটারের আউটলুক নিয়ে ক্রেতাদের মধ্যে খুব একটা উত্তেজনা ছিল না ৷ বলা যায় এই স্কুটারের আউটলুক ক্রেতারা খুব একটা পছন্দ করেননি ৷ এছাড়াও গ্রাহকরা কেনার পরও বেশ কিছু সংস্যার সন্মুখীন হয়ে ছিলেন ৷ তারপর থেকেই গ্রাহকরা এই স্কুটার থেকে মুখ ফিরিয়েছেন ৷ এর পরই বেশ কিছু পরিবর্তন করে সেগুলিতে স্টক ক্লিয়ারেন্স সেল দেওয়া হচ্ছে ৷

পথ যদি না শেষ হয়, বাইক চড়লে বেশ হয়! নতুন ফিচার ও আকর্ষণীয় দামে বাজারে জাওয়া

ABOUT THE AUTHOR

...view details