নয়াদিল্লি, 9 জুলাই:গুগল ম্যাপ নয়, এবার ওলা চড়লে ব্যবহার করতে হবে সংস্থার নিজস্ব অ্যাপ ৷ অ্যাপ ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থার এই উদ্যোগ (Navigation Map) চালক এবং যাত্রী উভয়ের কথা ভেবেই ৷ এই অ্যাপ ব্যবহারের ফলে সংস্থার বছরে 100 কোটি টাকা সাশ্রয় হবে ৷ এতদিন পর্যন্ত এই অ্য়াপ ক্যাপ পরিষেবা প্রদানকারী সংস্থাটি গুগল ম্যাপ (Google Maps) ও মাইক্রোসফট আজুর ম্যাপ (Azure) ব্যবহার করত ৷ এবার থেকে এই তাদের নিজস্ব অ্যাপ ব্যবহারের ফলে সংস্থার খরচ বাঁচবে ৷
নতুন এই ম্যাপ সম্পর্কিত সমস্ত তথ্য ওলা সিইও ভাবিশ আগরওয়াল এক্স হ্যান্ডলে টুইট করে জানিয়েছেন ৷ ওই টুইটে তিনি লেখেন, "একমাস আগে আমার মাইক্রোসফটের আজুর ম্যাপ ব্যবহার বন্ধ করেছি, এবার পুরোপুরি গুগল ম্য়াপও ব্যবহারও বন্ধ হল ৷ ফলে সংস্থার সাশ্রয় হয়েছে অনেকটা ৷ বছরে 100 কোটি টাকা খরচ বাঁচবে ৷" যাত্রী ও চালকদেরও ওলার নিজস্ব অ্যাপ ব্য়বহারের পরামর্শ দিয়েছেন তিনি ৷ শীঘ্রই এই ম্যাপে স্ট্রিট ভিউ, এনইআরএফ, ইনডোর ইমেজ, 3ডি ম্যাপ, ড্রোন ম্যাপ ফিচারও আসবে ৷