হায়দরাবাদ:কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর ৷ এবার ইনস্টাগ্রামে ভিডিয়ো আপলোডের জন্য আর 30 সেকেন্ডস নয়, 3 মিনিটের ভিডিয়ো আপলোড করা যাবে ৷ এখন পর্যন্ত ইনস্টাগ্রামে সর্বোচ্চ 90 সেকেন্ডের রিল অর্থাৎ দেড় মিনিটের রিল আপলোড করা যেত ৷ নতুন ফিচারে ব্যবহারকারীরা সর্বোচ্চ 180 সেকেন্ডের অর্থাৎ 3 মিনিটের রিলস আপলোড করতে পারবেন।
ইনস্টাগ্রামে বড় রিল তৈরি করা হবে
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো আপলোড করেছেন ৷ সেখানে এই নতুন ফিচারের কথা উল্লেখ করেছেন ৷ তিনি ওই ভিডিয়োতে উল্লেখ করেন, "আগে ইনস্টাগ্রামে রিলসের দৈর্ঘ্য ছিল মাত্র 90 সেকেন্ড ৷ কারণ ইনস্টাগ্রামকে একটি শর্ট-ফর্ম ভিডিয়ো প্ল্যাটফর্ম হিসাবে রাখতে চেয়েছিলাম ৷ কিন্তু বর্তমানে একাধিক ভিডিয়ো নির্মাতা উল্লেখ করেছেন 90 সেকেন্ড ভিডিয়ো আপলোড বেশ কম ৷ তাই 90 সেকেন্ড থেকে 3 মিনিট করা হয়েছে ৷ যা কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য করবে ৷"
ভয় নেই চাকরি নেবে না, খুঁজে দেবে AI! Linkedin-এ নতুন ফিচার
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি আরও উল্লেখ করেছেন, তিনি ইনস্টাগ্রামকে ছোট ভিডিয়ো বিভাগে যোগ করতে চেয়েছিলেন ৷ কিন্তু বর্তমানে ভিডিয়োর দৈর্ঘ্য 3 মিনিট হওয়ায়, ইনস্টাগ্রাম আর ছোট ভিডিয়ো প্ল্যাটফর্ম নয় । এখন এই অ্যাপটি YouTube Short এবং TikTok-এর মতো একটি সরাসরি অ্যাপের মাধ্যেমে রেকর্ডিং করলে সর্বাধিক দৈর্ঘ্য 10 মিনিটের করা যায় ।
ইউটিউবও ভিডিয়োর সময় বাড়িয়েছে
প্রসঙ্গত, কয়েক মাস আগে, YouTube-ও ছোট ভিডিয়োর দৈর্ঘ্য 90 সেকেন্ড থেকে বাড়িয়ে 180 সেকেন্ড অর্থাৎ মোট 3 মিনিট করেছে । এর পরে, YouTube শর্টও শর্ট ভিডিয়ো ক্যাটাগরি থেকে বাদ গিয়েছে ৷ দীর্ঘ সময়ের ভিডিয়ো বানানোর জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ।
এরপরে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও রিলের ভিডিয়ো দৈর্ঘ্য বাড়ানোর কথা উল্লেখ করেন । ইনস্টাগ্রামের অনেক ব্যবহারকারী উল্লেখ করেছেন, 90 সেকেন্ড তাদের কাছে একটি দীর্ঘ জিনিস বা গল্প বলার জন্য খুব কম সময় । এখন ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের চাহিদা পূরণ করেছে ৷ এবার ব্যবহারকারীরা 3 মিনিটের রিলস তৈরি করতে পারবেন ।
জমবে লড়াই! Samsung Galaxy s25 নাকি iphone-17-air বেশি স্লিম কোনটা এবং দাম কত