হায়দরাবাদ:নাথিং আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন নথিং 3 ৷ ভারতের বাজারে এটি একটি মিড-রেঞ্জ স্মার্টফোন হলেও, নার্থিং কোম্পানির তরফে এটি প্রিমিয়াম সিরিজ ৷ তবে ঠিক কবে এই ফোন লঞ্চ হবে তা এখনও জানা যায়নি ৷ সম্প্রতি ফাঁস হয়েছে ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন । 2025 সালের মার্চের মধ্যে এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে । এক জনপ্রিয় টিরস্টার ইভান ব্লাস টুইট করে নাথিং ফোন সম্পর্কিত এই সমস্ত তথ্য জানিয়েছেন ৷
Nothing Phone 3 এর দাম ও সম্ভাব্য স্পেসিফিকেশন
The Nothing Phone 3 স্মার্টফোনটি দাম 50 হাজার টাকা থেকে শুরু হতে পারে ৷ ফোনটিতে একটি 6.67-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে থাকতে পারে । ফোনটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে । এছাড়াও, ফোনটি HDR10+ সাপোর্ট করবে ৷
ফোন লঞ্চ
দ্য নাথিং ফোন 3 স্মার্টফোনটি 2024 সালে ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল ৷ তবে এটির লঞ্চ ইভেন্টটি স্থগিত করা হয়েছিল বেশ কিছু আপডেটের জন্য ৷ AI আপডেট নিয়ে এই ফোন লঞ্চ করা হয়েছে ৷ নথিং ফোন 3 ভারতের বাজারে দ্রুত লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি ৷ ইতিমধ্যেই এই ফোনের টিজারের একাধিক ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করেছে ৷