পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

স্ট্যাটাসে দেওয়া যাবে 1 মিনিটের ভয়েস নোট ! নয়া ফিচার হোয়াটসঅ্যাপে - New WhatsApp Feature

Whatsapp Rolls Out New Update: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর ! এবার থেকে স্ট্যাটাসে দেওয়া যাবে এক মিনিটেরও বেশি সময়ের ভয়েস নোট স্ট্যাটাস ৷ আপাতত এই সুবিধা বিটা ভার্সনে পাওয়া যাবে ৷ চ্যানেলের ক্ষেত্রে এই সুবিধা কবে থেকে পাওয়া যাবে, তা এখনও জানা যায়নি ৷

Whatsapp Rolls Out New Update
1 মিনিটের বেশি ভয়েজ মেসেজ হোয়াটসঅ্যাপ স্টাটাসে (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 10:12 PM IST

হায়দরাবাদ, 29 মে:ইন্সস্ট্যান্ট ম্যাসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ সকলেই ব্যবহার করেন ৷ তাদের গ্রাহকদের জন্য প্রতিদিনই নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ ৷ এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে শুধুমাত্র 30 সেকেন্ডের স্ট্যাটাস আপলোড করা যেত ৷ এমনকি ভয়েস নোটের ক্ষেত্রেও একই নিয়ম ছিল ৷ এবার হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে এই সমস্যা থেকে মুক্তি মিলতে চলেছেন ৷ বিশ্বের জনপ্রিয় এই ম্যাসেজিং সার্ভিস অ্যাপ তার স্ট্যাটাসে বিশেষ পরিবর্তন এনেছে ৷ এবার থেকে 1 মিনিটের ভয়েস নোট অনায়াসেই আপলোড করা যাবে ৷ এক ধাক্কায় টাইম লিমিট বেড়ে হয়েছে 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট ৷

আপডেটেড ভার্সনে এই সুবিধা থাকায় অনায়াসেই এক মিনিটের বেশি ভয়েস রেকর্ড আপলোড করা যাবে স্ট্যাটাসে ৷ ফলে এক মিনিটের ভয়েস নোট এবার থেকে আর দু’ফায় আপলোড করতে হবে না ব্যবহারকারীদের ৷ এতে ভসেজ নোটটি ভালোভাবে আপলোড হবে ৷ এখনও পর্যন্ত এই সুবিধা না পেলে, শীঘ্রই আপনার ফোনের হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে ৷ ভয়েস নোট এক মিনিটের বেশি আপলোড করা গেলেও এই একই সময়ের ভিডিয়ো আপলোড করা যাবে কি না, তা নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ৷ অ্য়ান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরাও এই নতুন ভার্সনের সুবিধা পাবেন ৷

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভয়েস নোট দেওয়ার জন্য মোবাইলের হোয়াটসঅ্যাপ ভার্সনটি খুলতে হবে ৷ আপডেট লেখা ট্যাবে ক্লিক করে পেনসিলের মতো দেখতে আইকনে যেতে হবে ৷ এবার মাইক্রোফোন আইকনে সেটিতে ক্লিক করে ভয়েস রেকর্ড করতে হবে ৷ তারপর সেটি আপলোড করে দিলেই হল স্ট্যাটাস মেসেজে ৷ আপাতত বিটা ভার্সনের নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য এই সুবিধা থাকলেও, শীঘ্রই অন্যান্য ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন ৷ যদিও এর জন্য নির্দিষ্ট কোনও দিন ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ৷

গত কয়েক সপ্তাহ ধরে হোয়াটসঅ্যাপ নতুন ফিচার আনছে ৷ AI-জেনারেট করা ফটোগুলিকে প্রোফাইল পিকচার হিসাবে সেট করা যাবে এবার থেকে ৷ ইতিমধ্যেই iPhone ব্যবহারকারীদের প্রোফাইল ছবির স্ক্রিনশট নেওয়া বন্ধ হয়ে গিয়েছে ৷ এবার ভয়েস নোটের সুবিধা চালু হওয়ায় ব্যবহারকারীদরে জন্য তা বিশেষ ভাবে উপকারী হবে ৷

ABOUT THE AUTHOR

...view details