হায়দরাবাদ, 29 মে:ইন্সস্ট্যান্ট ম্যাসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ সকলেই ব্যবহার করেন ৷ তাদের গ্রাহকদের জন্য প্রতিদিনই নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ ৷ এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে শুধুমাত্র 30 সেকেন্ডের স্ট্যাটাস আপলোড করা যেত ৷ এমনকি ভয়েস নোটের ক্ষেত্রেও একই নিয়ম ছিল ৷ এবার হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে এই সমস্যা থেকে মুক্তি মিলতে চলেছেন ৷ বিশ্বের জনপ্রিয় এই ম্যাসেজিং সার্ভিস অ্যাপ তার স্ট্যাটাসে বিশেষ পরিবর্তন এনেছে ৷ এবার থেকে 1 মিনিটের ভয়েস নোট অনায়াসেই আপলোড করা যাবে ৷ এক ধাক্কায় টাইম লিমিট বেড়ে হয়েছে 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট ৷
আপডেটেড ভার্সনে এই সুবিধা থাকায় অনায়াসেই এক মিনিটের বেশি ভয়েস রেকর্ড আপলোড করা যাবে স্ট্যাটাসে ৷ ফলে এক মিনিটের ভয়েস নোট এবার থেকে আর দু’ফায় আপলোড করতে হবে না ব্যবহারকারীদের ৷ এতে ভসেজ নোটটি ভালোভাবে আপলোড হবে ৷ এখনও পর্যন্ত এই সুবিধা না পেলে, শীঘ্রই আপনার ফোনের হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে ৷ ভয়েস নোট এক মিনিটের বেশি আপলোড করা গেলেও এই একই সময়ের ভিডিয়ো আপলোড করা যাবে কি না, তা নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ৷ অ্য়ান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরাও এই নতুন ভার্সনের সুবিধা পাবেন ৷