হায়দরাবাদ:বিগত কয়েক বছর ধরে, ভারতীয় মধ্যে ইলেকট্রিক গাড়ির (ইভি) চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে । ক্রমবর্ধমান জ্বালানির মূল্যবৃদ্ধি যার অন্যতম কারণ ৷ এই চাহিদার কথা বিবেচনা করে, একাধিক গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি ইলকেট্রিক ভেহিকেল উৎপাদন শুরু করছে ৷ গাড়ি প্রস্তুতকারক সংস্থা JSW MG Motor India শীঘ্রই লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক স্পোর্টসকার MG Cyberster ৷
সংস্থার তরপে জাননো হয়েছে, নতুন বৈদ্যুতিক স্পোর্টসকারটি আগামিবছর অর্থাৎ 2025 সালে লঞ্চ করবে ভারতে । এটিল প্রথম সংস্থার ইলেকট্রিক স্পোর্টসকার ৷ এবার জেনে নেওয়া যাক MG এর আসন্ন বৈদ্যুতিক স্পোর্টসকারের বৈশিষ্ট্যগুলি ৷ ভারতের কোথায় পাওয়া যাবে এই ইলেকট্রিক গাড়ি ৷
কোথায় বিক্রি হবে:সংস্থার তরফে জানানো হয়েছেMG-এর আসন্ন বৈদ্যুতিক গাড়ি সবই প্রিমিয়াম ৷ সেগুলি বিক্রি করা হবে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে ৷ JSW MG Motor India কয়েক মাস আগে তাদের প্রিমিয়াম রেঞ্জের গাড়ির বিক্রির জন্য MG সিলেক্ট নামে একটি নতুন রিটেল চ্যানেলের কথা ঘোষণা করেছিল । ইলেকট্রিক স্পোর্টসকার MG Cyberster হবে এই প্রিমিয়াম শপ থেকে পাওয়া যাবে ।