পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

ভারতে লঞ্চ হতে চলেছে ইলেকট্রিক স্পোর্টসকার MG Cyberster - BHARAT MOBILITY EXPO 2025

ইলেকট্রিক স্পোর্টসকার MG Cyberster লঞ্চ হতে চলেছে 2025 সালের জানুয়ারিতে । ঘণ্টায় 95 কিলোমিটার গতিবেগ ৷ যা অন্যান্য ইলেকট্রিক ভেহিকেলের থেকে অনেকটাই বেশি ৷

JSW MG Motor India
ইলেকট্রিক স্পোর্টসকার MG Cyberster (ছবি MG Motor)

By ETV Bharat Tech Team

Published : Dec 3, 2024, 3:28 PM IST

Updated : Dec 3, 2024, 3:35 PM IST

হায়দরাবাদ:বিগত কয়েক বছর ধরে, ভারতীয় মধ্যে ইলেকট্রিক গাড়ির (ইভি) চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে । ক্রমবর্ধমান জ্বালানির মূল্যবৃদ্ধি যার অন্যতম কারণ ৷ এই চাহিদার কথা বিবেচনা করে, একাধিক গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি ইলকেট্রিক ভেহিকেল উৎপাদন শুরু করছে ৷ গাড়ি প্রস্তুতকারক সংস্থা JSW MG Motor India শীঘ্রই লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক স্পোর্টসকার MG Cyberster ৷

সংস্থার তরপে জাননো হয়েছে, নতুন বৈদ্যুতিক স্পোর্টসকারটি আগামিবছর অর্থাৎ 2025 সালে লঞ্চ করবে ভারতে । এটিল প্রথম সংস্থার ইলেকট্রিক স্পোর্টসকার ৷ এবার জেনে নেওয়া যাক MG এর আসন্ন বৈদ্যুতিক স্পোর্টসকারের বৈশিষ্ট্যগুলি ৷ ভারতের কোথায় পাওয়া যাবে এই ইলেকট্রিক গাড়ি ৷

কোথায় বিক্রি হবে:সংস্থার তরফে জানানো হয়েছেMG-এর আসন্ন বৈদ্যুতিক গাড়ি সবই প্রিমিয়াম ৷ সেগুলি বিক্রি করা হবে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে ৷ JSW MG Motor India কয়েক মাস আগে তাদের প্রিমিয়াম রেঞ্জের গাড়ির বিক্রির জন্য MG সিলেক্ট নামে একটি নতুন রিটেল চ্যানেলের কথা ঘোষণা করেছিল । ইলেকট্রিক স্পোর্টসকার MG Cyberster হবে এই প্রিমিয়াম শপ থেকে পাওয়া যাবে ।

2023 সালের গুডউড ফেস্টিভ্যাল অফ স্পিডে প্রথম ডিসপ্লে মডেল হিসেবে রাখা হয়েছিল MG Cyberster । নতুন এই বৈদ্যুতিক গাড়ির দৈর্ঘ্য 1,533 মিমি, প্রস্থ 1,912 মিমি এবং উচ্চতা 1,328 মিমি ৷ এবং চাকার দৈর্ঘ্য 2,689 মিমি । এটির গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার ৷ মনে করা MG Cyberster এর দাম 50 লক্ষ থেকে 60 লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম) থাকবে । বৈদ্যুতিক স্পোর্টসকার হিসাবে, সাইবারস্টারের ভারতে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকলেও, দামের দিক থেকে Hyundai Ioniq 5 এবং Kia EV6 থেকে দামের সঙ্গে অনায়াসেই টেক্কা দিতে পারবে ৷

একবার চার্জে 580 কিলোমিটার চলবে: MG-এর বৈদ্যুতিক স্পোর্টসকার ইতিমধ্যেই বেশ কয়েকটি আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য উপলব্ধ। এই বৈদ্যুতিক গাড়িতে 2টি ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। একটি 64kWh ব্যাটারির মডেলটি একবার চার্জে 520 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে । 77kWh ব্যাটারি-সহ মডেলটি প্রায় 580 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে একবার চার্জে ৷

নতুন বছরের শুরুতেই দাম বাড়ছে বাইক ও স্কুটারের

Last Updated : Dec 3, 2024, 3:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details