ETV Bharat / technology

Samsung Galaxy S25 সিরিজে রয়েছে একাধিক নতুন AI ফিচার - SAMSUNG GALAXY S25 SERIES

আর মাত্র কয়েক ঘণ্টা পর বিশ্ববাজারে লঞ্চ হবে Samsung Galaxy S25 সিরিজ ৷ এই সিরিজে নিজে টেকস্যেভিদের উত্তেজনা তুঙ্গে ৷

Samsung Galaxy S25
Samsung Galaxy S25 সিরিজ নতুন AI বৈশিষ্ট্য-সহ আসতে পারে (ছবি Samsung)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 22, 2025, 5:27 PM IST

হায়দরাবাদ: ভারত-সহ বিশ্ব বাজারে লঞ্চ হবে Samsung Galaxy S25 সিরিজ ৷ আজ (22 জানুয়ারি) ভারতীয় সময় রাত 11.30 মিনিটে ক্যালিফোর্নিয়ার সান জোসে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে S25 সিরিজের ফোনগুলি লঞ্চ করা হবে ৷ Samsung এই সিরিজে Galaxy S25, S25 Plus, S25 Ultra মডেল লঞ্চ করবে। তার আগেই ফোনগুলোর AI ফিচার ফাঁস হয়ে গিয়েছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে Samsung এই সিরিজের ফোনগুলিতে অত্যাধুনিক AI ফিচার যোগ করেছে ৷ কোম্পানি টিজারের মাধ্যমে এই ফিচারের কথা উল্লেখ করেছে । টিপস্টার ইভান ব্লাস সাবস্ট্র্যাকের মাধ্যমে শেয়ার করা S25 সিরিজের একটি প্রচার ভিডিয়োতে এই ফিচারের কথা উল্লেখ করেছেন ৷ স্যামসাং গ্যালাক্সি এস 25 সিরিজের ফটোগ্রাফি থেকে শুরু করে বেশ কয়েকটি ফিচার রয়েছে যেগুলিতে AI-এর সুবিধা রয়েছে ৷

কী কী AI ফিচার রয়েছে

Samsung Galaxy S25 সিরিজে রয়েছে বিশেষ 'Brief Now' ফিচার ৷ যা ব্যবহারকারীদের স্মার্টফোন এবং অন্যান্য গ্যালাক্সি ডিভাইস ব্যবহার আরও সুবিধা জনক করবে । সেগুলি ট্র্যাক করতেও সুবিধা হবে ৷ ভিডিয়োটিতে আরও দেখা গিয়েছে, ডিভাইসের লক স্ক্রিনে ট্যাপ করলে সংশ্লিষ্ট বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে ৷

Samsung Galaxy S25
পিক্সেল-স্টাইলযুক্ত অডিয়ো ইরেজার বৈশিষ্ট্য (ছবি Evan Blass)

উল্লেখ করা হয়েছে, Samsung Galaxy S25 সিরিজ Google-এর Gemini AI-এর অত্যাধুনিক ভারসন ৷ এটি অন্যান্য বেশ কয়েকটি Samsung অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে । ফাঁস হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে কীভাবে একজন ব্যবহারকারী জেমিনি এআইকে নির্দেশ দিচ্ছেন ৷ ভিডিয়ো দেখা গিয়েছে, এক ব্যবহারকারী AI-কে নির্দেশ দিচ্ছেন আশেপাশে পোষ্য বান্ধব কোনও ইতালিয়ান রেস্তোরাঁ আছে কি না তা খুঁজে দেওয়ার নির্দেশ দিচ্ছে ৷ তার পালন করছে AI ৷

AI নাইট মোড: রাতে আরও ভালো ছবি তুলতে এবং প্রচারমূলক ভিডিয়ো জন্য এই মডেলটিতে এআই ভিডিয়ো মোড থাকবে । এই বৈশিষ্ট্যটি দিনের এবং রাতে তোলা ভিডিয়োর মান উন্নত করার পাশাপাশি অযাচিত শব্দ কমাতে সাহায্য করবে ।

AI অডিয়ো ইরেজার: ভিডিয়োতে বিভিন্ন উৎস থেকে আসা শব্দ শনাক্ত করে, প্রয়োজন অনুযায়ী সেগুলি আলাদা করা এবং AI অডিয়ো ইরেজারের মাধ্যমে শব্দ কমানো সম্ভব। অর্থাৎ, যখন একটি ভিডিয়ো শ্যুট করা হয়, তখন হাওয়া, গান, অপ্রয়োজনীয় শব্দ চলে আসে ৷ ভিডিয়োর গুণগতমান উন্নত করতে AI ইরেজার টুলসের মাধ্যমে সেটি সরানো যাবে ৷

হায়দরাবাদ: ভারত-সহ বিশ্ব বাজারে লঞ্চ হবে Samsung Galaxy S25 সিরিজ ৷ আজ (22 জানুয়ারি) ভারতীয় সময় রাত 11.30 মিনিটে ক্যালিফোর্নিয়ার সান জোসে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে S25 সিরিজের ফোনগুলি লঞ্চ করা হবে ৷ Samsung এই সিরিজে Galaxy S25, S25 Plus, S25 Ultra মডেল লঞ্চ করবে। তার আগেই ফোনগুলোর AI ফিচার ফাঁস হয়ে গিয়েছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে Samsung এই সিরিজের ফোনগুলিতে অত্যাধুনিক AI ফিচার যোগ করেছে ৷ কোম্পানি টিজারের মাধ্যমে এই ফিচারের কথা উল্লেখ করেছে । টিপস্টার ইভান ব্লাস সাবস্ট্র্যাকের মাধ্যমে শেয়ার করা S25 সিরিজের একটি প্রচার ভিডিয়োতে এই ফিচারের কথা উল্লেখ করেছেন ৷ স্যামসাং গ্যালাক্সি এস 25 সিরিজের ফটোগ্রাফি থেকে শুরু করে বেশ কয়েকটি ফিচার রয়েছে যেগুলিতে AI-এর সুবিধা রয়েছে ৷

কী কী AI ফিচার রয়েছে

Samsung Galaxy S25 সিরিজে রয়েছে বিশেষ 'Brief Now' ফিচার ৷ যা ব্যবহারকারীদের স্মার্টফোন এবং অন্যান্য গ্যালাক্সি ডিভাইস ব্যবহার আরও সুবিধা জনক করবে । সেগুলি ট্র্যাক করতেও সুবিধা হবে ৷ ভিডিয়োটিতে আরও দেখা গিয়েছে, ডিভাইসের লক স্ক্রিনে ট্যাপ করলে সংশ্লিষ্ট বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে ৷

Samsung Galaxy S25
পিক্সেল-স্টাইলযুক্ত অডিয়ো ইরেজার বৈশিষ্ট্য (ছবি Evan Blass)

উল্লেখ করা হয়েছে, Samsung Galaxy S25 সিরিজ Google-এর Gemini AI-এর অত্যাধুনিক ভারসন ৷ এটি অন্যান্য বেশ কয়েকটি Samsung অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে । ফাঁস হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে কীভাবে একজন ব্যবহারকারী জেমিনি এআইকে নির্দেশ দিচ্ছেন ৷ ভিডিয়ো দেখা গিয়েছে, এক ব্যবহারকারী AI-কে নির্দেশ দিচ্ছেন আশেপাশে পোষ্য বান্ধব কোনও ইতালিয়ান রেস্তোরাঁ আছে কি না তা খুঁজে দেওয়ার নির্দেশ দিচ্ছে ৷ তার পালন করছে AI ৷

AI নাইট মোড: রাতে আরও ভালো ছবি তুলতে এবং প্রচারমূলক ভিডিয়ো জন্য এই মডেলটিতে এআই ভিডিয়ো মোড থাকবে । এই বৈশিষ্ট্যটি দিনের এবং রাতে তোলা ভিডিয়োর মান উন্নত করার পাশাপাশি অযাচিত শব্দ কমাতে সাহায্য করবে ।

AI অডিয়ো ইরেজার: ভিডিয়োতে বিভিন্ন উৎস থেকে আসা শব্দ শনাক্ত করে, প্রয়োজন অনুযায়ী সেগুলি আলাদা করা এবং AI অডিয়ো ইরেজারের মাধ্যমে শব্দ কমানো সম্ভব। অর্থাৎ, যখন একটি ভিডিয়ো শ্যুট করা হয়, তখন হাওয়া, গান, অপ্রয়োজনীয় শব্দ চলে আসে ৷ ভিডিয়োর গুণগতমান উন্নত করতে AI ইরেজার টুলসের মাধ্যমে সেটি সরানো যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.