ETV Bharat / technology

অর্ডারের 10 মিনিটের মধ্যে হাতে আসবে পছন্দের স্মার্টফোন - BLINKIT

আইফোন নয় অর্ডার করার 10 মিনিটের মধ্যে হাতে আসবে সমস্ত স্মার্টফোন ৷ Xiaomi এবং Nokia ফোনও 10 মিনিটে মিলবে ব্লিঙ্কিটের সাহায্যে ৷

Blinkit expands quick delivery
10 মিনিট স্মার্টফোন ডেলিভারি ব্লিঙ্কিটের (ছবি X/albinder)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 22, 2025, 4:21 PM IST

হায়দরাবাদ: অর্ডার করার 10 মিনটের মধ্যে পৌঁছে যাবে Xiaomi এবং Nokia স্মার্টফোন ৷ সদ্য এই পরিষেবা চালু করেছে পণ্য পরিষেবা প্রদানকারী সংস্থা ব্লিঙ্কিট ৷ কিছুদিন আগেই 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছে সংস্থাটি ৷ এর আগে 10 মিনিটে আইফোনও ডেলিভারি দিয়েছে ৷ এবার Xiaomi এবং Nokia স্মার্টফোন ডেলিভারি দিতে চলেছে সংস্থাটি ৷ সংস্থার সিইও আলবিন্দর ধীরধোসা তাঁর এক্স হ্যান্ডেলে টুইট করে এই তথ্য পোস্ট করেছেন ।

ফেব্রুয়ারিতে ভারতের বাজারে আসছে iQOO Neo 10R

Zamato মালিকানাধীন Blinkit Xiaomi এবং Nokiaর সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা শুরু করেছে । আপাতত এই পরিষেবা বেঙ্গালুরু, দিল্লি এনসিআর এবং মুম্বইয়ের মতো দেশের বড় শহরগুলিতে পাওয়া যাবে ৷ আগামিদিনে দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা চালু করতে পারে সংস্থাটি ৷ তবে সেটির জন্য গ্রাহকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ৷

Blinkit 10 মিনিটের ফোন ডেলিভারি

সংস্থার সিইও আলবিন্দর ধীরধোসা LinkedIn এবং X হ্যান্ডলে পোস্টে উল্লেখ করেন, "এখন মাত্র 10 মিনিটের মধ্যে আপনার বাড়িতে স্মার্টফোন এবং মোবাইল পৌঁছে যাবে ৷ আমরা Xiaomi এবং Nokia এর সঙ্গে অংশীদারিত্ব করেছি। আমরা বিক্রির পরিসর বাড়াতে চলেছি ৷ দিল্লি এনসিআর, মুম্বই এবং বেঙ্গালুরুতে স্মার্টফোন ডেলিভারি হবে । তিনি আরও উল্লেখ করেন, Redmi 13 5G, Redmi 14C, iPhone 16 এবং Nokia 105 ফোনের ডেলি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ শীঘ্রই আরও বেশ কয়েকটি ফোন এবং ব্র্যান্ড যুক্ত হবে তাদের সঙ্গে ।"

জমবে লড়াই! Samsung Galaxy s25 নাকি iphone-17-air বেশি স্লিম কোনটা এবং দাম কত

ইলেকট্রনিক্স পণ্য ডেলিভারি প্ল্যাটফর্ম

চলতি বছরের 10 জানুয়ারি সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল যে সংস্থাটি তাদের পরিষেবাতে ইলেকট্রনিক্স পণ্য যুক্ত করেছে । মেট্রো শহরগুলিতে মাত্র 10 মিনিটের মধ্যে ল্যাপটপ, মনিটর এবং প্রিন্টার গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। ব্লিঙ্কিট সিইও জানান, সংস্থাটি বড় ব্র্যান্ডের সঙ্গে যৌথ ভাবে এই পরিষেবা চালু করছে ৷ দিল্লি এনসিআর, পুনে, মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা-সহ লখনউতো এইচপ, লেনোভো-র ল্যাপটপ, জেব্রোনিক্স এবং এমএসআই মনিটর এবং ক্যানন এবং এইচপি প্রিন্টারগুলি ডেলিভারি করছে 10 মিনিটে ৷

এপ্রিলে লঞ্চ করতে পারে iPhone SE 4, প্রকাশ্যে ফার্স্ট লুক

হায়দরাবাদ: অর্ডার করার 10 মিনটের মধ্যে পৌঁছে যাবে Xiaomi এবং Nokia স্মার্টফোন ৷ সদ্য এই পরিষেবা চালু করেছে পণ্য পরিষেবা প্রদানকারী সংস্থা ব্লিঙ্কিট ৷ কিছুদিন আগেই 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছে সংস্থাটি ৷ এর আগে 10 মিনিটে আইফোনও ডেলিভারি দিয়েছে ৷ এবার Xiaomi এবং Nokia স্মার্টফোন ডেলিভারি দিতে চলেছে সংস্থাটি ৷ সংস্থার সিইও আলবিন্দর ধীরধোসা তাঁর এক্স হ্যান্ডেলে টুইট করে এই তথ্য পোস্ট করেছেন ।

ফেব্রুয়ারিতে ভারতের বাজারে আসছে iQOO Neo 10R

Zamato মালিকানাধীন Blinkit Xiaomi এবং Nokiaর সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা শুরু করেছে । আপাতত এই পরিষেবা বেঙ্গালুরু, দিল্লি এনসিআর এবং মুম্বইয়ের মতো দেশের বড় শহরগুলিতে পাওয়া যাবে ৷ আগামিদিনে দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা চালু করতে পারে সংস্থাটি ৷ তবে সেটির জন্য গ্রাহকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ৷

Blinkit 10 মিনিটের ফোন ডেলিভারি

সংস্থার সিইও আলবিন্দর ধীরধোসা LinkedIn এবং X হ্যান্ডলে পোস্টে উল্লেখ করেন, "এখন মাত্র 10 মিনিটের মধ্যে আপনার বাড়িতে স্মার্টফোন এবং মোবাইল পৌঁছে যাবে ৷ আমরা Xiaomi এবং Nokia এর সঙ্গে অংশীদারিত্ব করেছি। আমরা বিক্রির পরিসর বাড়াতে চলেছি ৷ দিল্লি এনসিআর, মুম্বই এবং বেঙ্গালুরুতে স্মার্টফোন ডেলিভারি হবে । তিনি আরও উল্লেখ করেন, Redmi 13 5G, Redmi 14C, iPhone 16 এবং Nokia 105 ফোনের ডেলি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ শীঘ্রই আরও বেশ কয়েকটি ফোন এবং ব্র্যান্ড যুক্ত হবে তাদের সঙ্গে ।"

জমবে লড়াই! Samsung Galaxy s25 নাকি iphone-17-air বেশি স্লিম কোনটা এবং দাম কত

ইলেকট্রনিক্স পণ্য ডেলিভারি প্ল্যাটফর্ম

চলতি বছরের 10 জানুয়ারি সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল যে সংস্থাটি তাদের পরিষেবাতে ইলেকট্রনিক্স পণ্য যুক্ত করেছে । মেট্রো শহরগুলিতে মাত্র 10 মিনিটের মধ্যে ল্যাপটপ, মনিটর এবং প্রিন্টার গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। ব্লিঙ্কিট সিইও জানান, সংস্থাটি বড় ব্র্যান্ডের সঙ্গে যৌথ ভাবে এই পরিষেবা চালু করছে ৷ দিল্লি এনসিআর, পুনে, মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা-সহ লখনউতো এইচপ, লেনোভো-র ল্যাপটপ, জেব্রোনিক্স এবং এমএসআই মনিটর এবং ক্যানন এবং এইচপি প্রিন্টারগুলি ডেলিভারি করছে 10 মিনিটে ৷

এপ্রিলে লঞ্চ করতে পারে iPhone SE 4, প্রকাশ্যে ফার্স্ট লুক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.