হায়দরাবাদ: অর্ডার করার 10 মিনটের মধ্যে পৌঁছে যাবে Xiaomi এবং Nokia স্মার্টফোন ৷ সদ্য এই পরিষেবা চালু করেছে পণ্য পরিষেবা প্রদানকারী সংস্থা ব্লিঙ্কিট ৷ কিছুদিন আগেই 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছে সংস্থাটি ৷ এর আগে 10 মিনিটে আইফোনও ডেলিভারি দিয়েছে ৷ এবার Xiaomi এবং Nokia স্মার্টফোন ডেলিভারি দিতে চলেছে সংস্থাটি ৷ সংস্থার সিইও আলবিন্দর ধীরধোসা তাঁর এক্স হ্যান্ডেলে টুইট করে এই তথ্য পোস্ট করেছেন ।
Zamato মালিকানাধীন Blinkit Xiaomi এবং Nokiaর সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা শুরু করেছে । আপাতত এই পরিষেবা বেঙ্গালুরু, দিল্লি এনসিআর এবং মুম্বইয়ের মতো দেশের বড় শহরগুলিতে পাওয়া যাবে ৷ আগামিদিনে দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা চালু করতে পারে সংস্থাটি ৷ তবে সেটির জন্য গ্রাহকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ৷
Now get smartphones and feature phones delivered in just 10 minutes!
— Albinder Dhindsa (@albinder) January 21, 2025
We’ve partnered with Xiaomi and Nokia to deliver their bestselling range in parts of Delhi NCR, Mumbai, and Bengaluru.
Redmi 13 5G, Redmi 14C, iPhone 16, and Nokia 105 are already available on the Blinkit app.… pic.twitter.com/MezOCBOmo6
Blinkit 10 মিনিটের ফোন ডেলিভারি
সংস্থার সিইও আলবিন্দর ধীরধোসা LinkedIn এবং X হ্যান্ডলে পোস্টে উল্লেখ করেন, "এখন মাত্র 10 মিনিটের মধ্যে আপনার বাড়িতে স্মার্টফোন এবং মোবাইল পৌঁছে যাবে ৷ আমরা Xiaomi এবং Nokia এর সঙ্গে অংশীদারিত্ব করেছি। আমরা বিক্রির পরিসর বাড়াতে চলেছি ৷ দিল্লি এনসিআর, মুম্বই এবং বেঙ্গালুরুতে স্মার্টফোন ডেলিভারি হবে । তিনি আরও উল্লেখ করেন, Redmi 13 5G, Redmi 14C, iPhone 16 এবং Nokia 105 ফোনের ডেলি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ শীঘ্রই আরও বেশ কয়েকটি ফোন এবং ব্র্যান্ড যুক্ত হবে তাদের সঙ্গে ।"
জমবে লড়াই! Samsung Galaxy s25 নাকি iphone-17-air বেশি স্লিম কোনটা এবং দাম কত
ইলেকট্রনিক্স পণ্য ডেলিভারি প্ল্যাটফর্ম
চলতি বছরের 10 জানুয়ারি সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল যে সংস্থাটি তাদের পরিষেবাতে ইলেকট্রনিক্স পণ্য যুক্ত করেছে । মেট্রো শহরগুলিতে মাত্র 10 মিনিটের মধ্যে ল্যাপটপ, মনিটর এবং প্রিন্টার গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। ব্লিঙ্কিট সিইও জানান, সংস্থাটি বড় ব্র্যান্ডের সঙ্গে যৌথ ভাবে এই পরিষেবা চালু করছে ৷ দিল্লি এনসিআর, পুনে, মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা-সহ লখনউতো এইচপ, লেনোভো-র ল্যাপটপ, জেব্রোনিক্স এবং এমএসআই মনিটর এবং ক্যানন এবং এইচপি প্রিন্টারগুলি ডেলিভারি করছে 10 মিনিটে ৷