পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

দেওয়ালির আগেই ব্যালেনোর রিগ্যাল এডিশন লঞ্চ মারুতি সুজুকির

মারুতি সুজুকি তাদের নতুন Maruti Baleno-এর রিগ্যাল সংস্করণ লঞ্চ করেছে উত্‍সবের মরসুমে। এই এডিশনে যোগ হয়েছে অ্যাক্সেসরিজ কিট ৷

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

BALENO REGAL EDITION LAUNCHED
মারুতি সুজুকি ব্যালেনো (মারুতি সুজুকি)

হায়দারাবাদ:উৎসবের মরশুমে মাথায় রেখে, দেশিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি তাদের জনপ্রিয় প্রিমিয়াম হ্যাচব্যাক মারুতি ব্যালেনোর রিগাল সংস্করণ লঞ্চ করেছে। Maruti Baleno Regal Edition একটি কমপ্লিমেন্টারি অ্যাক্সেসরিজ কিটও দেওয়া হচ্ছে। ব্যালেনোর ম্যানুয়াল, স্বয়ংক্রিয় এবং সিএনজি সমস্ত ভেরিয়েন্টে রিগ্যাল সংস্করণ পাওয়া যাচ্ছে ৷

ইলেকট্রিক স্কুটারের পর, লঞ্চ হল হাইভোল্টেজ বাইক Raptee T30

নতুন রিগ্যাল এডিশন লঞ্চ প্রসঙ্গেই Maruti Suzuki India Ltd-এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ বন্দ্যোপাধ্যায় জানান, প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টর বিক্রিতে এগিয়ে রয়েছে ব্যালেনো ৷ নতুন এডিশন গ্রাহকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দেবে বলেই তিনি মেন করছেন ৷ তিনি আরও বলেন, " উৎসবের মরসুমটি গ্রাহকদের কাছে আরও অনন্দের ও উপভোগ্য করে তুলতে, নতুন Baleno Regal সংস্করণ তৈরি করেছি।"

দিপাবলীর আগেই বাজারে আসছে নতুন বাইক N125

Maruti Baleno Regal Edition
এই এডিশনে গাড়ির কেবিনের ভিতরের নকশা নতুন করে সাজানো হয়েছে ৷ গাড়ির গ্রিলের জন্য উপরের গার্নিশ, সামনের স্পয়লার এবং ফগ ল্যাম্প রয়েছে ৷ পিছনের স্পয়লার এবং পিছনের দরজার গার্নিশ একই স্টাইলিং দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে বডি সাইড মোল্ডিং এবং ডোর ভিজার যা গাড়িটিতে নতুন আকর্ষণ যোগ করেছে। Baleno Regal Edition-এর কেবিনের ভিতরে নতুন সিট কভার, ইন্টেরিয়র স্টাইলিং কিট, জানালার পর্দা এবং সব আবহাওয়ার জন্য 3D ম্যাট দেওয়া হয়েছে ৷

ইলেকট্রিক স্কুটারে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ছাড়, কে দিচ্ছে !

আনুষাঙ্গিক কিটের দাম
Baleno-এর রিগ্যাল সংস্করণ আলফা, জেটা, ডেল্টা এবং সিগমা ট্রিমগুলির ক্ষেত্রে যথাক্রমে 45,829 টাকা, 50,428 টাকা, 49,990 টাকা এবং 60,199 টাকার বিনিমটে কিট যোগ করা যাবে ৷ রিগ্যাল সংস্করণে আপগ্রেড করা ছাড়াও, মারুতি ব্যালেনোতে ইন্টিগ্রেটেড LED DRL-সহ প্রজেক্টর LED হেডলাইট এবং অটো ডিমিং IRVM আছে

ব্যালেনোর ফিচার
ছাড়াও অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, 9.0-ইঞ্চি স্মার্টপ্লে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং 360-ডিগ্রি ক্যামেরার মতো ফিচার রয়েছে। নিরাপত্তা বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এতে রয়েছে 6টি এয়ারব্যাগ, ESP, হিল হোল্ড অ্যাসিস্ট, EBD এর সঙ্গে ABS এবং 40 টিরও বেশি স্মার্ট বৈশিষ্ট্য ও পরবর্তী প্রজন্মের সুজুকি কানেক্ট টেলিমেটিকস রয়েছে ।

পুজোয় বিশেষ অফার! বেশ কয়েকটি মডেলে ওয়ারেন্টি বৃদ্ধি করল হন্ডা

ABOUT THE AUTHOR

...view details