হায়দরাবাদ, 31 ডিসেম্বর: আইসিসি'র বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ইতিমধ্যেই ৷ কিন্তু বর্ষশেষে জসপ্রীত বুমরার উপহারের ডালি এখানেই শেষ নয় ৷ ফেলে আসা বছরে লাল বলের ক্রিকেটে গুজরাত পেসারের দুর্ধর্ষ পারফরম্যান্সের জেরে তাঁকে বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ জসপ্রীত বুমরা ছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন আরেক ভারতীয় যশস্বী জয়সওয়াল ৷
2024 সালে 13টি টেস্ট ম্য়াচে বুমরার সংগ্রহে 71টি উইকেট ৷ গড় মাত্র 14.92 ৷ এহেন ঈর্ষনীয় পারফরম্য়ান্সের জেরে সোমবার ভারতের সহঅধিনায়ককে বর্ষসেরা টেস্ট ও বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন দিয়েছে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি ৷ চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতে বর্ষসেরা টেস্ট একাদশের ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সেখানে নিজেদের দেশের অধিনায়ক প্য়াট কামিন্সকে টপকে গুজরাত পেসারকে অধিনায়কের সম্মান দিল তাঁরা ৷ কামিন্সকে অবশ্য একাদশেই রাখেনি তাঁরা ৷
বুমরাকে এদিন বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক ঘোষণায় ক্রিকেট অস্ট্রেলিয়া পারথ টেস্ট জয়ের বিষয়টি উল্লেখ করেছে ৷ উল্লেখ্য, রোহিত শর্মার অনুপস্থিতিতে পারথে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে বুমরার অধিনায়কত্বেই জয় পেয়েছিল ভারত ৷ এমনকী ভবিষ্যতে ভারতীয় পেসারকে অধিনায়ক হিসেবে দেখারও ইচ্ছেপ্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ বিষয়টি ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের প্রতি প্রচ্ছন্ন বার্তা কি না, তা স্পষ্ট না-হলেও ভারতীয় ক্রিকেটার হিসেবে বুমরার এই সম্মান বিরল ৷ বুমরার পাশাপাশি ইংল্যান্ডের বেন ডাকেটের সঙ্গে ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালকে ওপেনার হিসেবে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট ৷
What a year from this XI including Jasprit Bumrah who leads the side 🙌
— cricket.com.au (@cricketcomau) December 31, 2024
Full story: https://t.co/zM0nfiRxz9 pic.twitter.com/cn8Zu7zlxw
এই তিন ছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা করে নিয়েছেন জো রুট (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া/উইকেটরক্ষক), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), জোস হ্য়াজলউড (অস্ট্রেলিয়া) এবং কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা) ৷