হায়দরাবাদ:প্রিমিয়াম এবং স্পোর্টস বাইক প্রস্তুতকারক সংস্থা KTM ইন্ডিয়া ব্যপক ছাড় ঘোষণা করল বাইকের দামে ৷ সংস্থার তৈরি স্পোর্টস বাইক KTM 250 Duke-এর দাম একধাক্কায় কমাল 20 হাজার টাকা ৷ নতুন দাম 2.25 লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। তবে বিপুল পরিমাণ ছাড় চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত থাকবে । ছাড়ের পাশাপাশি বাইকটি তিনটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
KTM 250 Duke-এর মূল্য
KTM 250 Duke বাইকের সম্প্রতি TFT ডিসপ্লে এবং হেডলাইটে পরিবর্তন করা হয়েছে ৷ নতুন মডেলে বাইকের এই দু’টি অংশ আপডেট করা হয়েছে ৷ এতদিন পর্যন্ত KTM 390 Duke-এ ব্যবহার করা হত বিশেষ হেডলাইট । এছাড়াও নতুন দু’টি রাইডিং মোড যোগ করা হয়েছে ৷ আপগ্রেটেড KTM 250 Duke-এ Street and Track দু’টি রাইডিং মোড যোগ হয়েছে । এই মডেলটির দাম ছিল 2.45 লক্ষ টাকা (এক্স-শোরুম) । 20 হাজার টাকা ছাড় ঘোষণায় নতুন দাম 2.25 লক্ষ টাকা হয়েছে ৷