ETV Bharat / technology

মহাশূন্যে বিপত্তি, ফের স্থগিত ইসরোর স্যাটেলাইট ডকিং প্রক্রিয়া - ISRO SPADEX MISSION

ভারতীয় মহাকাশ সংস্থা (ISRO) আবার তার ল্যান্ডমার্ক স্পেস ডকিং প্রক্রিয়া আজও স্থগিত করা হয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু হবে ইসরোর প্রক্রিয়া ৷

ISRO
স্থগিত ইসরোর স্যাটেলাইট ডকিং প্রক্রিয়া (ISRO SPADEX MISSION)
author img

By ETV Bharat Tech Team

Published : 10 hours ago

হায়দরাবাদ: মহাকাশে বিপত্তি, তার জেরে পিছিয়ে গেল স্যাটেলাইট ডকিং প্রক্রিয়া ৷ মহাকাশে যান্ত্রিক গোলযোগের কারণে স্থগিত এই প্রক্রিয়া ৷ দু’দিন আগেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছিল আজ স্যাটেলাইট ডকিং প্রক্রিয়া শুরু হতে পারে ৷ যান্ত্রিক গোলযোগ ও বিশেষ কারণে এই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে ৷

বছরের শুরুতেই জেনে নিন এবার কতগুলি গ্রহণ, প্রথমটি কবে

ইসরোর SpaDeX মিশনে অংশ নেওয়া মহাকাশযান A ডকিং প্রক্রিয়া সম্পন্ন করবে ৷ তার জন্য এটি স্যাটেলাইটের 225 মিটারের কাছাকাছি থাকতে হবে ৷ বর্তমানে এটির অবস্থান 500 মিটার ৷ ফলে সৃষ্টি হয়েছে অ-দৃশ্যমানতা ৷ তার কারণেই স্থগিত রাখা হয়েছে এই অভিযান ৷ ISRO সোশাল মিডিয়া হ্যান্ডেলে টুইট করে এই স্থাগিতাদেশের কথা জানানো হয়েছে ৷

প্রসঙ্গত, SpaDeX ডকিং প্রাথমিকভাবে 7 জানুয়ারির জন্য নির্ধারিত ছিল। তবে, বিশেষ কারণে সেটি 9 জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছিল। ISRO ডকিং পরীক্ষায় এগিয়ে যাওয়ার আগে গ্রাউন্ড সিমুলেশনের মাধ্যমে নজরদারি চালাবেন বিজ্ঞানীরা ৷

কিভাবে SpaDeX ভবিষ্যতের মিশন প্রভাবিত করবে?
মহাকাশে বৃহত্তর কাঠামো নির্মাণ, স্যাটেলাইট জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, নমুনা সংগ্রহ এবং মহাকাশযানের ধ্বংসাবশেষ কমানোর জন্য ডকিং প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মহাকাশ অনুসন্ধানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ৷

ISRO-এর SpaDeX মিশনের লক্ষ্য হল ইন-স্পেস ডকিং প্রযুক্তি প্রদর্শন করা ৷ যা ভারতীয় মহাকাশ মিশনের জন্য অত্যাবশ্যক ৷ চন্দ্রযান-4, ভারতীয় অন্তরীক্ষ স্টেশন এবং গগনযান মিশনের সাফল্যের জন্য ISRO-এর SpaDeX মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ । SpaDeX শুধুমাত্র ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের উন্নয়নের জন্য ডকিং প্রক্রিয়া নয়, ভারতকে মাহকাশ গবেষণায় এগিয়ে নিয়ে যাবে ISRO-র সাফল্য ৷ আগামিদিনে মহাকাশে স্পেস স্টেশন স্থাপন লক্ষ্য ৷

SpaDeX-এর সাফল মিশন মহাকাশে স্বয়ংক্রিয় ডকিং প্রক্রিয়া গবেষ৷ণার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেবে ৷ পাশপাশি অন-অরবিট স্যাটেলাইট সার্ভিসিং সহজতর করবে, স্যাটেলাইটের কার্যক্ষমতা বাড়াবে এবং মহাকাশের ধ্বংসাবশেষ হ্রাস করবে । এক কথায়, ভারত যদি মহাকাশ ডকিং-এ দক্ষতা অর্জন করে, তবে এটি ভারতীয় অন্তরীক্ষ স্টেশন (BAS) তৈরি এবং পরিচালনা করতে পারে মহাকাশ গবেষণা আরও উন্নত হবে ৷ মহাকাশচারীদেরও অভিযান সহজ হবে ৷

বৃহস্পতিতে দু‘টি স্যাটেলাইটের ডকিং প্রক্রিয়া শুরু ইসরোর

হায়দরাবাদ: মহাকাশে বিপত্তি, তার জেরে পিছিয়ে গেল স্যাটেলাইট ডকিং প্রক্রিয়া ৷ মহাকাশে যান্ত্রিক গোলযোগের কারণে স্থগিত এই প্রক্রিয়া ৷ দু’দিন আগেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছিল আজ স্যাটেলাইট ডকিং প্রক্রিয়া শুরু হতে পারে ৷ যান্ত্রিক গোলযোগ ও বিশেষ কারণে এই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে ৷

বছরের শুরুতেই জেনে নিন এবার কতগুলি গ্রহণ, প্রথমটি কবে

ইসরোর SpaDeX মিশনে অংশ নেওয়া মহাকাশযান A ডকিং প্রক্রিয়া সম্পন্ন করবে ৷ তার জন্য এটি স্যাটেলাইটের 225 মিটারের কাছাকাছি থাকতে হবে ৷ বর্তমানে এটির অবস্থান 500 মিটার ৷ ফলে সৃষ্টি হয়েছে অ-দৃশ্যমানতা ৷ তার কারণেই স্থগিত রাখা হয়েছে এই অভিযান ৷ ISRO সোশাল মিডিয়া হ্যান্ডেলে টুইট করে এই স্থাগিতাদেশের কথা জানানো হয়েছে ৷

প্রসঙ্গত, SpaDeX ডকিং প্রাথমিকভাবে 7 জানুয়ারির জন্য নির্ধারিত ছিল। তবে, বিশেষ কারণে সেটি 9 জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছিল। ISRO ডকিং পরীক্ষায় এগিয়ে যাওয়ার আগে গ্রাউন্ড সিমুলেশনের মাধ্যমে নজরদারি চালাবেন বিজ্ঞানীরা ৷

কিভাবে SpaDeX ভবিষ্যতের মিশন প্রভাবিত করবে?
মহাকাশে বৃহত্তর কাঠামো নির্মাণ, স্যাটেলাইট জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, নমুনা সংগ্রহ এবং মহাকাশযানের ধ্বংসাবশেষ কমানোর জন্য ডকিং প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মহাকাশ অনুসন্ধানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ৷

ISRO-এর SpaDeX মিশনের লক্ষ্য হল ইন-স্পেস ডকিং প্রযুক্তি প্রদর্শন করা ৷ যা ভারতীয় মহাকাশ মিশনের জন্য অত্যাবশ্যক ৷ চন্দ্রযান-4, ভারতীয় অন্তরীক্ষ স্টেশন এবং গগনযান মিশনের সাফল্যের জন্য ISRO-এর SpaDeX মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ । SpaDeX শুধুমাত্র ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের উন্নয়নের জন্য ডকিং প্রক্রিয়া নয়, ভারতকে মাহকাশ গবেষণায় এগিয়ে নিয়ে যাবে ISRO-র সাফল্য ৷ আগামিদিনে মহাকাশে স্পেস স্টেশন স্থাপন লক্ষ্য ৷

SpaDeX-এর সাফল মিশন মহাকাশে স্বয়ংক্রিয় ডকিং প্রক্রিয়া গবেষ৷ণার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেবে ৷ পাশপাশি অন-অরবিট স্যাটেলাইট সার্ভিসিং সহজতর করবে, স্যাটেলাইটের কার্যক্ষমতা বাড়াবে এবং মহাকাশের ধ্বংসাবশেষ হ্রাস করবে । এক কথায়, ভারত যদি মহাকাশ ডকিং-এ দক্ষতা অর্জন করে, তবে এটি ভারতীয় অন্তরীক্ষ স্টেশন (BAS) তৈরি এবং পরিচালনা করতে পারে মহাকাশ গবেষণা আরও উন্নত হবে ৷ মহাকাশচারীদেরও অভিযান সহজ হবে ৷

বৃহস্পতিতে দু‘টি স্যাটেলাইটের ডকিং প্রক্রিয়া শুরু ইসরোর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.