হায়দরাবাদ:অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করল গুগল ৷ এবার থেকে চুরি যাওয়া স্মার্টফোন সহজেই সনাক্ত করা যায় তার জন্য এই নতুন ফিচার চালু করেছে গুগল ৷ নতুন এই ফিচারে চুরি যাওয়া স্মার্টফোনকে চিহ্নিত করা, অফলাইনে ডিভাইসটি লক করা এবং রিমোট লকের বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে নতুন ফিচারে ৷ এই তিনটি ফিচার যুক্ত হওয়ায় এবার থেকে ডিভাইস বা স্মার্টফোন হারিয়ে গেলেও ডেটা বা তথ্য নিরাপদে থাকবে ৷
তবে টেক জায়ান্ট গুগলের এই নুতুন ফিচার মার্কিন মুলুকের বাসিন্দাদের জন্য আপাতত চালু করা হয়েছে ৷ ভারতীয়রা এই ফিচার ব্যবহারের সুবিধা পাবে কি না তা এখনও জানানো হয়নি ৷ গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড 10+ আপডেটের পর নতুন ফিচার ব্যবহার করতে পারেবন ব্যবহারকারীরা ৷ এবার জেনে নেওয়া যাক কিভাবে নতুন ফিচার ব্যবহার করা যাবে ৷
গবেষকদের যুগান্তকারী আবিষ্কার, দুর্ঘটনা রুখবে রোড সেফটি সেন্সর
Theft Detection Lock:নতুনথেফট ডিটেকশন লক ফিচারে Google AI ব্যবহার করা হয়েছে ৷ AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্ত করতে পারবে যদি ডিভািসটি চুরি যায় অথবা কোনওভাবে খোয়া যায় ৷ তৎক্ষণাৎ ডিভাইসটি লক করে দেবে ৷ নিজে থেকেই স্মার্টফোনের স্ক্রীন লক করে দেবে। তাই ডিভাইসটি হারিয়ে গেলেও তথ্যের কোনও ক্ষতি হবে না ৷