পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

আমেরিকার মতো ভারতেও ছুটবে এয়ার ট্রেন, চড়বেন নাকি ! - India First Air Train - INDIA FIRST AIR TRAIN

India First Air Train: শীঘ্রই ভারতে চালু হতে চলেছে এয়ার ট্রেন ৷ আগামী তিন বছরের মধ্যে চালু হয়ে যাবে ৷ সাধারণত নিউনির্য়ক সিটি-সহ বেশ কয়েকটি শহরে চলে এই এয়ার ট্রেন ৷ দেশের মধ্যে প্রথম দিল্লি বিমানবন্দরে চালু হবে এই এয়ারট্রেন ৷

India First Air Train
দিল্লি বিমানবন্দর (পিটিআই)

By ETV Bharat Tech Team

Published : Oct 2, 2024, 1:18 PM IST

হায়দরাবাদ:এবার দেশের মধ্যে চালু হতে চলেছে এয়ার ট্রেন ৷ 2027 সালের মধ্যে দিল্লি বিমান বন্দরে এই ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের ৷ ইতিমধ্যেই দু‘টি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে এই প্রকল্পের ৷ বিমানবন্দরের টার্মিনাল 1 এবং অন্যান্য দু’টি টার্মিনালের মধ্যে সংযোগ ব্যবস্থা আরও উন্নত করতেই এই উদ্য়োগ DIAL-এর ৷

কয়েক দশক আগে কেমন ছিল আপনার বসত এলাকা, দেখুন গুগলে

ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (IGIA) দেশের ব্যস্ততম বিমানবন্দর । এখানে রয়েছে তিনটি টার্মিনাল ৷ DIAL (Delhi International Airport Limited)-এর লক্ষ্য হল ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট এবং ট্রান্সফার মডেলের উপর ভিত্তি করে একটি 'এলিভেটেড এবং এট-গ্রেড অটোমেটেড পিপল মুভার (APM) সিস্টেম' বাস্তবায়ন করা। ইতিমধ্যেই এপিএম বা এয়ার ট্রেনের দরপত্র জারি করা হয়েছে।

দৈনিক 3 টাকায় আনলিমিটেড কল ও 2.5 জিবি ডেটা, কারা দিচ্ছে

কার্বন নির্গমন হ্রাস:এই নতুন APM সিস্টেমটি টার্মিনাল 1, 2 এবং 3-এর মধ্যে দ্রুত এবং নিরবচ্ছিন্ন ভাবে যোগাযোগের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ৷ অ্যারোসিটি এবং কার্গো সিটি হয়ে টার্মিনালের মধ্যে প্রায় 7.7 কিমি দূরত্ব অতিক্রম করবে। এর ফলে কার্বন নিঃসরণও কমবে। বর্তমানে দিল্লি বিমানবন্দরে একটি টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে হয় ডিটিসি বাসে ৷ যেতে সময় লাগে অনেক ৷ এয়ার ট্রেন চালু হলে কয়েক মিনিটের মধ্যেই এই পথ অতিক্রম করতে পারবেন যাত্রীরা।

এবার ঘন কুয়াশাতেও উড়বে বিমান, ব্যাখ্যা দিলেন অ্যাভিয়েশন এক্সপার্ট

প্রকল্পের জন্য দরপত্র:দিল্লি বিমানবন্দরের এই প্রকল্পের জন্যএকটি দরপত্র দেওয়া হয়েছে ৷ আগামী মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা আছে । এয়ার ট্রেনের ৪টি স্টপেজ আছে। ভারতে প্রথম হলেও নিউইয়র্ক-সহ বেশ কয়েকটি দেশ এই ট্রেন চলে ৷ ট্রেন বিশ্বের অনেক দেশের বিমানবন্দরে বিমান পরিষেবা প্রদান করছে। এখন ভারতেও শুরু হতে যাচ্ছে।

এয়ার ট্রেন কি ?

বিমানবন্দের মধ্যে এয়ার ট্রেনগুলি সাধারণত বিনামূল্যে পরিষেবা দেয় যাত্রীদের। এই ট্রেনগুলি শুধুমাত্র টার্মিনালের মধ্যে চলে। এয়ার ট্রেন, অটোমেটেড পিপল মুভার (APM) নামেও পরিচিত। এটি একটি স্বয়ংক্রিয় ট্রেন ৷ যা বিমানবন্দরের বিভিন্ন টার্মিনাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সংযোগ রাখতে পারে ৷ ট্রেনগুলি যাত্রীদের সুবিধার্থে বিদেশে অনেক আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচল করে এই ট্রেন। এর মূল উদ্দেশ্য হল যাত্রীদের দ্রুত এবং সুবিধাজনকভাবে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে পরিবহণ করা।

কমবে বৈদ্যুতিক গাড়ির দাম! কেন্দ্রের বরাদ্দ 10 হাজার কোটি

এয়ার ট্রেনের প্রয়োজনীয়তা: দিল্লি বিমানবন্দর ভারতের ব্যস্ততম বিমানবন্দর ৷ প্রতিবছর 7কোটিরও বেশি যাত্রী যাতায়াত করেন এই বিমানবন্দরে । আগামী 6-8 বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামিদিনের কথা ভেবে সংশ্লিষ্ট বিমানবন্দরের টার্মিনালের মধ্যে ভালো সংযোগ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিমানবন্দরের টার্মিনাল 1 টার্মিনাল 2 এবং 3 থেকে দূরে অবস্থিত। বর্তমানে, যাত্রীরা বাসে করে টার্মিনালের মধ্যে যাতায়াত করেন। যে অনেক সময় লাগে ৷ এই সময় বাঁচাতে এয়ার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details