কানপুর, 22 মার্চ: এবার শুধু জীবন্ত কুকুর নয়, রোবোট কুকুরকেও ব্যবহার করা হবে সেনাবাহিনী ও পুলিশের কাজে ৷ যদিও এই প্রক্রিয়া আপাতত পরীক্ষামূলক পর্যায়ে ৷ আইআইটি কানপুরের স্টার্টআপ সংস্থা তৈরি করেছে এআই রোবোট কুকুর ৷ জীবন্ত কুকুরের মতো এটিকেও যে কোনও কাজে ব্যবহার করা যাবে ৷ এই বোরট কুকুরটি সেনা ও পুলিশের কাজেও সাহায্য করতে পারবে ৷ আগামিদিনে এই রোবোট কুকুরটিকে সেনা বাহিনী ও পুলিশে স্নিপার ডগ হিসাবে ব্যবহার করা যেতে পারে ৷ এই বোরট কুকুর দিয়ে যে কোনও অভিযান ও চিরিুনি তল্লাশি করা যাবে ৷
দেখতে সাধারণ কুকুরের মতোই ৷ চলে সারমেয়র মতোই ৷ একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রোবোট কুকুরটি জীবন্ত কুকুররে মতোই চলছে ৷ পরীক্ষামূলকভাবে কুকুরটিতে কোনও একটি জায়গায় চালানো হচ্ছিল ৷ সেখানে একটি জীবন্ত সারমেয়কে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় ৷ দেখা গেল বোরট কুকুরটি জীবন্ত সারমেয়র সঙ্গে সাধারণভাবেই আচরণ করছে ৷ আপাতত পরীক্ষামূলক কাজে এআই রোবোট কুকুরটিকে ব্যবহার করা গেলেও, এই পক্রিয়া সফল হলে আগামিদিনে সেনা ও পুলিশের কাজে ব্যবহার করা হবে ৷
এক্সটেরা রোবোটিক্স নামক একটি স্টার্টআপ সংস্থার-সহ প্রতিষ্ঠাতা আদিত্য প্রতাপ সিং রাজাওয়াত এই রোবোটিক কুকুরের প্রতিষ্ঠাতা ৷ আই আইটি কানপুর থেকে তিনি পড়াশোনা শেষ করেছেন ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "এই এআই প্রযুক্তিক অত্যাধুনিক রোবোট কুকুরটিকে যাতে আগামিদিনে বিভিন্নভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টা করা হচ্ছে ৷ এই রোবোটটিতে সেন্সর ইনস্টল করা হয়েছে ৷ এর ফলে সেটি সমস্তভাবে ব্যবহার করা যায় ৷ পরবর্তীকালে সেনা ও পুলিশের কাজে ব্যবহার করাই প্রধান লক্ষ্য ৷"
আইআইটি কানপুরের মোবাইল রোবোটিক্স ল্যাবরেটরিতে 10 লক্ষ টাকা ব্যয়ে এই রোবোট কুকুর তৈরি হয়েছে বলে জানিয়েছেন আদিত্য প্রতাপ সিং রাজাওয়াত ৷ সময় লেগেছে চার বছর ৷ এই কুকুরটিকে নিরাপত্তার কাজে ব্যবহার করা মূল উদ্দেশ্য ৷ ইতিমধ্যেই একাধিক নিরাপত্তা সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করেছে এই রোবোটি নেওয়ার জন্য ৷ পাশাপাশি ডিআরডিও-র সঙ্গেও আমাদের আলোচনা চলছে। যাতে সামরিক ক্ষেত্রেও ব্যবহার করা যায় রোবোট কুকুরটি ৷
আরও পড়ুন:
- অটোমেটিক নয় ম্যানুয়াল গাড়ি বেশি পছন্দ ভারতীয়দের, কেন ? সমীক্ষা উঠে এল চাঞ্চল্যকর তথ্য
- দ্রুত গরম হচ্ছে আইফোন, রিস্টার্ট না রিসেট; কী করবেন জেনে নিন
- ঘণ্টা খানেক বিভ্রাটের পর চালু ফেসবুক-ইনস্টা