পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় গুগলম্যাপ, কীভাবে ! - GOOGLE MAP FEATURES MOBILE

অফলাইনেও ব্যবহার করা যায় Google Maps ৷ এই ম্যাপে রয়েছে একাধিক বৈশিষ্ট্য যা অনেকরই আজানা ৷সেই সমস্ত অজানা তথ্য রইল প্রতিবেদনে ৷

Google Maps
গুগল ম্যাপ (গেটি ইমেজ)

By ETV Bharat Tech Team

Published : Nov 18, 2024, 3:40 PM IST

হায়দরাবাদ:প্রতিদিনের প্রয়োজন হোক কিংবা অচেনা রাস্তা খুঁজে পেতে সকলেরই ভরসা গুগল ম্য়াপ ৷ শুধুমাত্র রাস্তা নয়, ছোট ছোট গলি মতো রাস্তা খুঁজতে গুগল ম্যাপ খুলে বসেন অনেকে ৷ ব্যাবহারকারীদের কথা ভেবে গুগল ম্যাপেও বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে ৷ এবার থেকে কোথায় টোল প্লাজা আছে, কোথায় হাইওয়ে সেই হদিশ মিলবে গুগল ম্যাপে ৷

শিক্ষকের ভূমিকায় গুগলের নতুন AI 'লার্ন অ্যাবাউট'

সদ্যযোগ হওয়া এই ফিচার ব্যাবহারকারীকে জানিয়ে দেবে, 'টোল আছে', চাইলে এড়িয়ে যেতে পারেন ৷ এছাড়াও হাইওয়ে দিয়ে যেতে না চাইলেও, গুগল ম্যাপের সাহায্যে আগে থেকেই হদিশ পাওয়া যাবে ৷ এছাড়াও গুগল ম্যাপে রয়েছে আরও অনেক ফিচার সেগুলোর ব্যবহার অজানা অনেকের কাছেই ৷ এবার জেনে নেওয়া যাক গুগল ম্যাপে থাকা অজানা ফিচারের বৈশিষ্ট্য ৷

আসছে ভারতের সবচেয়ে বড় IPO ! এবার শেয়ারেও Reliance Jio-র ধামাকা

অফলাইন ব্যবহার:দেশ উন্নত হলেও অনেক জায়গা আছেযেখানে আজও ইন্টারনেট নেই ৷ বিশেষত দেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ এখনও পৌঁছয়নি ৷ এই সমস্ত এলাকায় গেলে সমস্য়ায় পড়তে হয় ৷ এবার থেকে এই সমস্য়ারও সমাধান হতে চলেছে ৷ অফলাইনেও এবার ব্যবহার করা যাবে গুগল ম্যাপ ৷ তার জন্য আগে থেকে ডাউনলোড করতে রাখতে হবে গুগল ম্যাপটি ৷ ডাউনলোড করা ম্যাপেও নিরবচ্ছিন্ন নেভিগেশনের সুবিধা পাওয়া যাবে । এর জন্য গুগল ম্যাপ অ্যাপটি খুলে কোথায় যেতে চান তা উল্লেখ করে অনুসন্ধান করতে হবে ৷ এরপর ডাউনলোড বিকল্পটি নির্বাচন করতে হবে। ডাউনলোড করা থাকলে অফলাইনেও ব্যবহার করা যাবে এটি ৷

গাড়ি প্রেমীদের জন্য় চারটি ভ্যারিয়েন্টে 2025 Jeep Meridian

রিয়েলটাইম অবস্থান: সাধারণত ম্যাপে যখন কোনও অবস্থান সেট করা হয় তখন সেটির প্রিভিউ দেখা যায়। এছাড়াও আপনি যদি রিয়েল-টাইম অবস্থানগুলি দেখার প্রয়োজন হবে সেটা সম্ভব হবে ৷ তার জন্য রুটের পাশে থাকা তিনটি বিন্দু সিলেক্ট করতে হবে ৷ তারপরে স্যাটেলাইট এবং ট্র্যাফিক বিকল্প সিলেক্ট করলেই রিয়েল টাইম পাওয়া যাবে ৷

রিয়েল টাইম ট্রাফিক আপডেট: যানজট এড়াতে গুগল ম্যাপে রিয়েল টাইম ট্রাফিক আপডেট ফিচার ব্যবহার করা যায় । গুগল ম্যাপ বর্তমান ট্রাফিক পরিস্থিতি বিশ্লেষণ করে। ভারী যানবাহন চলা-চলের রাস্তা ও সেই সঙ্গে ট্রাফিক এড়াতে বিকল্প রাস্তারও সন্ধান দেবে গুগল ম্যাপ ৷ ব্যস্ত সময়ে ট্রাফিকের সমস্যা থেকেও রেহাই মিলবে ৷

রাস্তার দৃশ্য: Google মানচিত্রে রাস্তার দৃশ্য বৈশিষ্ট্যটি গন্তব্যে পৌঁছানোর আগে গ্রাউন্ড-লেভেল ভিউ প্রদান করে। এই বৈশিষ্ট্যটি ল্যান্ডমার্ক খুঁজতে সাহায্য করে ৷ এর সাহায্যে নতুন অজানা জায়গাগুলিকে দেখতে খুব সহজ হয়ে যায় ৷ শহুরে পরিবেশ পরিদর্শন করার জন্য এটি বিশেষভাবে কার্যকর।

ভয়েস কমান্ড: এই ভয়েস কমান্ড বৈশিষ্ট্যটি গাড়ি চালানোর সময়ে বেশি ব্যবহার করা হয় ৷ এর সাহায্যে হাত ব্যবহার না করে Google মানচিত্র পরিচালনা করা যায় ৷ এর জন্য আপনাকে ভয়েস কমান্ডগুলি সক্রিয় করতে হবে। ব্যবহারকারীরা 'Hey Google' বলে এবং কম্যান্ড করেই এটি ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলের ফাঁদ! টাকা ফেরত পেলেন বৃদ্ধ

ABOUT THE AUTHOR

...view details