হায়দরাবাদ:শীঘ্রই ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে Honda ৷ নতুন Activa E কোম্পানির প্রথম বৈদ্যুতিক স্কুটার জানানো হয়েছে সংস্থার তরফে ৷ বর্তমানে এটিই দু’টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড এবং সিঙ্ক ডুও মডেলে মিলবে এটি। তবে দাম কত হবে এখনও ঘোষণা হয়নি সংস্থার তরফে। নতুন বছরের শুরুতেই দাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে ৷ সেইসঙ্গে বুকিংও শুরু হয়ে যাবে । এছাড়াও, 2025 সালের ফেব্রুয়ারি থেকে ডেলিভারি শুরু করবে সংস্থাটি । প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই ইলেকট্রিক স্কুটার দিল্লি, মুম্বই এবং ব্যাঙ্গালোরের শোরুমে পাওয়া যাবে ৷
ব্যাটারি ফিচার:Activa E-তে পাওয়া যাচ্ছে 1.5kWh ডুয়াল ব্যাটারি সেটআপ । কোম্পানির তরফে দাবি করা হয়েছে, এইটি 102 কিমি রাস্তা অতিক্রম করতে পারে একবার পুরো চার্জ নিয়ে ৷ এইধরনের ব্যাটারিগুলিকে Honda 'মোবাইল পাওয়ার প্যাক ই' বলা হয় ৷ যেগুলি Honda Power Pack Energy India-র তৈরি। ইতিমধ্যেই বেঙ্গালুরু এবং দিল্লিতে ব্যাটারি সোয়াপিং স্টেশন তৈরি হয়েছে। যাতে সহজেই যেকোনও ইলেকট্রিক বাইক চার্জ দেওয়া যায় ৷ শীঘ্রই মুম্বইতে তৈরি হতে চলেছে আরও একটি চার্জিং স্টেশন ৷ বাইকের মতো এই ইলেকট্রিক স্কুটিতেও ইকন, স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট তিনটি রাইডিং মোড রয়েছে , যা ঘণ্টায় সর্বোচ্চ 80 কিমি বেগে চলতে পারে।