পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

নিউ ইয়ারে Honda লঞ্চ করতে চলেছে ইলেকট্রিক স্কুটার Activa E - HONDA ACTIVA ELECTRIC

Honda আনতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার । যেটি Activa E নামে পরিচিত । ভারতের বাজারে এইটি সংস্থার প্রথম ইলেকট্রিক স্কুটার ।

Honda launches Activa E QC1
হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার (ছবি Honda)

By ETV Bharat Tech Team

Published : Nov 28, 2024, 9:48 AM IST

Updated : Nov 28, 2024, 10:15 AM IST

হায়দরাবাদ:শীঘ্রই ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে Honda ৷ নতুন Activa E কোম্পানির প্রথম বৈদ্যুতিক স্কুটার জানানো হয়েছে সংস্থার তরফে ৷ বর্তমানে এটিই দু’টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড এবং সিঙ্ক ডুও মডেলে মিলবে এটি। তবে দাম কত হবে এখনও ঘোষণা হয়নি সংস্থার তরফে। নতুন বছরের শুরুতেই দাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে ৷ সেইসঙ্গে বুকিংও শুরু হয়ে যাবে । এছাড়াও, 2025 সালের ফেব্রুয়ারি থেকে ডেলিভারি শুরু করবে সংস্থাটি । প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই ইলেকট্রিক স্কুটার দিল্লি, মুম্বই এবং ব্যাঙ্গালোরের শোরুমে পাওয়া যাবে ৷

বাজারে এল কাস্টমাইজড স্মার্টফোন, দামও সাধ্যের মধ্যে

ব্যাটারি ফিচার:Activa E-তে পাওয়া যাচ্ছে 1.5kWh ডুয়াল ব্যাটারি সেটআপ । কোম্পানির তরফে দাবি করা হয়েছে, এইটি 102 কিমি রাস্তা অতিক্রম করতে পারে একবার পুরো চার্জ নিয়ে ৷ এইধরনের ব্যাটারিগুলিকে Honda 'মোবাইল পাওয়ার প্যাক ই' বলা হয় ৷ যেগুলি Honda Power Pack Energy India-র তৈরি। ইতিমধ্যেই বেঙ্গালুরু এবং দিল্লিতে ব্যাটারি সোয়াপিং স্টেশন তৈরি হয়েছে। যাতে সহজেই যেকোনও ইলেকট্রিক বাইক চার্জ দেওয়া যায় ৷ শীঘ্রই মুম্বইতে তৈরি হতে চলেছে আরও একটি চার্জিং স্টেশন ৷ বাইকের মতো এই ইলেকট্রিক স্কুটিতেও ইকন, স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট তিনটি রাইডিং মোড রয়েছে , যা ঘণ্টায় সর্বোচ্চ 80 কিমি বেগে চলতে পারে।

ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে লাইভ লোকেশন ও ডাকনাম

7-ইঞ্চি TFT স্ক্রিন: Activa ইলেকট্রিক স্কুটারে রয়েছে 7-ইঞ্চি টিএফটি স্ক্রিন ৷ এটি Honda RoadSync Duo স্মার্টফোন অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত ৷ এই স্ক্রিনে নেভিগেশন সম্পর্কিত সমস্ত তথ্য দেখা যাবে । হ্যান্ডেলবারে থাকা টগল সুইচের সাহায্যে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন চালকরা । এই স্কুটিতে রয়েছে দিন এবং রাতের মোডও । স্মার্ট ফাইন্ড, স্মার্ট সেফ, স্মার্ট আনলক এবং স্মার্ট স্টার্ট-সহ হোন্ডার এইচ-স্মার্ট 'ফ্ল্যাগশিপ'এর বৈশিষ্ট্য রয়েছে ৷

লঞ্চ হল 2025 BMW M5, গাড়ির দাম শুনে ভিরমি খেতে পারেন যে কেউ

অন্যান্য ফিচার:হন্ডার এই ইলেকট্রিক স্কুটিতে 12-ইঞ্চি অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়াল স্প্রিংস সাসপেনশনের রয়েছে । ডিস্ক-ড্রাম ব্রেকেরও ব্যবহার আছে । কোম্পানি পার্ল শ্যালো ব্লু, পার্ল মিস্টি হোয়াইট, পার্ল সেরেনিটি ব্লু, ম্যাট ফগি সিলভার মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক 4টি বিভিন্ন ধরনের রঙে পাওয়া যাচ্ছে ৷ ভারতীয় বাজারে, এটি Ola Electric, TVS iCube, Bajaj Chetak এবং Aether Energy-এর মতো কোম্পানির প্রতিযোগী হবে।

বর্ষশেষের আগে বাজার দখলে সামিল TVS Apache RTR 160 4V

Last Updated : Nov 28, 2024, 10:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details