হায়দরাবাদ:বেশ কয়েকটি নির্বাচিত গাড়ির মডেলে ওয়ারেন্টি বাড়ালো Honda Cars India ৷ নতুন অফারে উল্লেখ করা হয়েছে সমস্ত গ্রাহকরা চলতি বছরের অক্টোবর মাসে হন্ডার নতুন গাড়ি কিনবেন তাঁরা অতিরিক্ত 7 বছর ওয়ারেন্টি পাবেন গাড়ির ৷ অফারে কোনও কিলোমিটারের ক্ষেত্রেও কোনও শর্তাবলী থাকবে না ৷
হোন্ডা এলিভেটের ইন্টেরিয়র (ছবি - Honda Cars India) পুজো অফারে 10 হাজারে নীচে সেরা পাঁচটি স্মার্টফোনের তালিকা
হন্ডাইয়ের তরফে জানানো হয়েছে, এই বর্ধিত ওয়ারেন্টি বর্তমানে পেট্রোল সংস্করণের গাড়িগুলির উপর দেওয়া হচ্ছে ৷ এরমধ্যে রয়েছে Honda Elevate, City এবং Amaze। এছাড়াও এই বর্ধিত ওয়ারেন্টি অন্যান্য মডেল যেমন Honda Civic, Jazz এবং WR-V-এর পেট্রোল সংস্করণেরও রয়েছে ৷ যে সমস্ত ক্রেতা উৎসবের মরশুম চালাকালীন হন্ডার এই মডেলের গাড়ি কিনবেন তাঁরাই এই সুবিধা পাবেন ৷
হোন্ডা এলিভেটের বসার জায়গা (ছবি - Honda Cars India) ভিড়ের মাঝে উধাও স্মার্টফোন! ঘাবড়াবেন না পাশে আছে গুগল
হন্ডার তরফে জানানো হয়েছে, এই অফার শুধুমাত্র এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্রোগ্রামের জন্য প্রযোজ্য ৷ যে সকল ক্রেতা গাড়ি কেনার ওয়ারেন্টি আরও বাড়াতে চান তাঁরাই এই সুবিধা পাবেন ৷ Honda-র বর্ধিত ওয়ারেন্টি সুবিধা কোনও শর্ত ছাড়াই দেওয়া হবে ৷ অর্থাৎ যাঁরা গাড়িটি বিক্রি করে দিলেও তৃতীয় ব্যক্তি এই সুবিধা পাবেন ৷ সেক্ষেত্রেও গাড়িটি বিক্রির আগে কত কিলোমিটার চলেছে তা নিয়েও কোনও বিধি নিষেধ থাকবে না বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷
হোন্ডা এলিভেটের পিছনের প্রোফাইল (ছবি - Honda Cars India) পুরোনো গাড়ি কেনার আগে অবশ্য়ই মাথায় রাখুন এই টিপস
প্রসঙ্গত, Honda Cars India গত মাসেই দেশ জুড়ে Honda Elevate-এর Apex Edition লঞ্চ করেছে ৷ যার দাম 12.68 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়েছে। কোম্পানি এই বিশেষ সংস্করণে বেশ কিছু পরিবর্তন করেছে ৷ যার কারণে এটি অন্যাান্য ভেরিয়েন্ট থেকে অনেকটাই আলাদা ৷ যদিও এটির যান্ত্রিকভাবে এতে কোনও পরিবর্তন করা হয়নি। এই SUV-তে রয়েছে 1.5-লিটার অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যা 120 bhp শক্তি এবং 145 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে । এই ইঞ্জিনটি 6-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স এবং 7-স্পীড CVT স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সুবিধা আছে ৷
21 হাজার থেকে বুকিং শুরু মাহিন্দ্রা থর রক্সের নতুন মডেলের