পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

15 হাজারেই 50 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন! রইল হদিস - Smartphones Under 15 thousand - SMARTPHONES UNDER 15 THOUSAND

Best Smartphones Under 15 thousand: অনেকদিন ধরেই ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন ? আপনার বাজেট 15,000 টাকা ৷ কী স্মার্টফোন কিনবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না ৷ প্রতিবেদনে রইল সেরা ফিচারের কয়েকটি স্মার্টফোন ৷ যেগুলিরদাম 15 হাজারেও কম ৷

Best Smartphones Under Rs.15 thousand
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Aug 22, 2024, 6:38 PM IST

হায়দরাবাদ, 22 অগস্ট:বাজার কাঁপাচ্ছে বিভিন্ন কোম্পানির স্মার্টফোন ৷ ভালোমানের স্মার্টফোন কেনার কথা ভাবলেই প্রথমেই মাথায় আসে নিশ্চয় দামি হবে ৷ কিন্তু জানেন কি 15 হাজারের নীচেও এমন কিছু স্মার্টফোন রয়েছে যেগুলি দামি ফোনের থেকে কোনও অংশে কম নয় ৷ এমনকী এই সমস্ত স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি ডিএসএলআর- ক্যামেরার সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারে ৷ স্যামসাং, রেডমি ও মটোরোলার কোম্পানির কয়েকটি স্মার্টফোন যেগুলিতে 5জি ইন্টারনেট সাপোর্টের পাশাপাশি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে ৷ দামও একদম আপনার বাজেটের মধ্যে ৷

Samsung Galaxy M34 5G (ছবি - Samsung India)

Samsung Galaxy M34 5G: বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Samsung গ্রাহকদের আকৃষ্ট করতে প্রতিনিয়ত নতুন নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনছে। সংস্থাটি সম্প্রতি ভারতের বাজারে এনেছে 'M' সিরিজের Samsung Galaxy M34 5G লঞ্চ করেছে। ক্যামেরা কোয়ালিটির জন্য গ্রাহকদের কাছে এই কোম্পানির মোবাইল জনপ্রিয় ৷ এই মডেলটির দাম 13,888 টাকা ৷ এই সিরিজের স্মার্টফোনগুলির বিশেষত্ব হল ক্য়ামেরার ফিচারে অত্যাধুনিকতা ৷

বৈশিষ্ট্য

  • ডিসপ্লে: 6.5 ইঞ্চি
  • প্রসেসর: Exynos 1280 চিপসেট
  • RAM: 6 GB
  • স্টোরেজ ক্ষমতা: 128 জিবি
  • ব্যাটারি: 6,000 mAh
  • রিয়ার ক্যামেরা: 50 এমপি
  • সামনের ক্যামেরা: 13 এমপি
  • ওএস: অ্যান্ড্রয়েড 13
  • দাম: 13,888 টাকা

মাত্র 1800 টাকায় 4G ফোন আনছে Jio, 455টি টিভি চ্যানেল দেখা যাবে এই হ্যান্ডসেটে

Redmi Note 13 5G (ছবি - রেডমি ইন্ডিয়া)

Redmi Note 13 5G: বাজারে Redmi Note সিরিজের ফোনগুলিতেও রয়েছে সেরা বৈশিষ্ট্য ৷ স্মার্টফোন কিনতে দিয়ে ব্যবহারকারীদের আগ্রহ বেশি এই কোম্পানির স্মার্টফোনে । Redmi Note 13 5G-র দাম 14 হাজার 905 টাকা ৷ গেজেডপ্রেমীদের কাছে এই কোম্পানির স্মার্টফোন জনপ্রিয় কম দাম ও একাধিক অত্যাধুনিক ফিচারের জন্য ৷

বৈশিষ্ট্য

  • ডিসপ্লে: 6.67 ইঞ্চি
  • প্রসেসর: TSMS 4nm
  • RAM: 12 GB
  • স্টোরেজ ক্ষমতা: 256 গিগাবাইট
  • ব্যাটারি: 5,000 mAh
  • রিয়ার ক্যামেরা: 108 এমপি
  • সামনের ক্যামেরা: 16MP
  • ওএস: অ্যান্ড্রয়েড 13
  • দাম: 14,905 টাকা
    Motorola G64 5G (ছবি - মটোরোলা ইন্ডিয়া)

Motorola G64 5G: Motorola Mobility হল চীনা কোম্পানি Lenovo-এর সহযোগী প্রতিষ্ঠান। Moto India সময়ে সময়ে নতুন ফোন লঞ্চ করেছে ৷ সংস্থাটি Motorola 'G' সিরিজের Moto G64 5G স্মার্টফোনটি এনেছে ভারতীয় বাজারে ৷ যেটির দাম 15 হাজার ৷ রয়েছে একাধিক আকর্ষনীয় ফিচার ৷

বৈশিষ্ট্য

  • ডিসপ্লে: 6.5 ইঞ্চি
  • প্রসেসর: মিডিয়াটেক 7025 চিপসেট
  • RAM: 12 GB
  • স্টোরেজ ক্ষমতা: 256 গিগাবাইট
  • ব্যাটারি: 6,000 mAh
  • রিয়ার ক্যামেরা: 50 এমপি
  • সামনের ক্যামেরা: 16 এমপি
  • ওএস: অ্যান্ড্রয়েড 15
  • দাম: 14,999 টাকা

ভারতে আত্মপ্রকাশ AI ও 50 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত গুগল পিক্সেল 9 - Google Pixel 9

ABOUT THE AUTHOR

...view details