হায়দরাবাদ, 22 অগস্ট:বাজার কাঁপাচ্ছে বিভিন্ন কোম্পানির স্মার্টফোন ৷ ভালোমানের স্মার্টফোন কেনার কথা ভাবলেই প্রথমেই মাথায় আসে নিশ্চয় দামি হবে ৷ কিন্তু জানেন কি 15 হাজারের নীচেও এমন কিছু স্মার্টফোন রয়েছে যেগুলি দামি ফোনের থেকে কোনও অংশে কম নয় ৷ এমনকী এই সমস্ত স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি ডিএসএলআর- ক্যামেরার সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারে ৷ স্যামসাং, রেডমি ও মটোরোলার কোম্পানির কয়েকটি স্মার্টফোন যেগুলিতে 5জি ইন্টারনেট সাপোর্টের পাশাপাশি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে ৷ দামও একদম আপনার বাজেটের মধ্যে ৷
Samsung Galaxy M34 5G: বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Samsung গ্রাহকদের আকৃষ্ট করতে প্রতিনিয়ত নতুন নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনছে। সংস্থাটি সম্প্রতি ভারতের বাজারে এনেছে 'M' সিরিজের Samsung Galaxy M34 5G লঞ্চ করেছে। ক্যামেরা কোয়ালিটির জন্য গ্রাহকদের কাছে এই কোম্পানির মোবাইল জনপ্রিয় ৷ এই মডেলটির দাম 13,888 টাকা ৷ এই সিরিজের স্মার্টফোনগুলির বিশেষত্ব হল ক্য়ামেরার ফিচারে অত্যাধুনিকতা ৷
বৈশিষ্ট্য
- ডিসপ্লে: 6.5 ইঞ্চি
- প্রসেসর: Exynos 1280 চিপসেট
- RAM: 6 GB
- স্টোরেজ ক্ষমতা: 128 জিবি
- ব্যাটারি: 6,000 mAh
- রিয়ার ক্যামেরা: 50 এমপি
- সামনের ক্যামেরা: 13 এমপি
- ওএস: অ্যান্ড্রয়েড 13
- দাম: 13,888 টাকা
মাত্র 1800 টাকায় 4G ফোন আনছে Jio, 455টি টিভি চ্যানেল দেখা যাবে এই হ্যান্ডসেটে