নয়াদিল্লি:ভারতে তৈরি 'মেড ইন ইন্ডিয়া' আইফোন 16 প্রো সিরিজের বিক্রি শুরু হতে চলেছে ৷ এই মাস থেকেই 16 প্রো সিরিজ হাতে পাবেন ক্রেতারা ৷ শুক্রবার এমনটাই জানানো হয়েছে অ্যাপলের তরফে ৷ পাশাপাশি পুনে, ব্যাঙ্গালোর, দিল্লি ও মুম্বইয়ে আরও চারটি নতুন স্টোর খুলতে চলেছে টেক জায়ান্ট অ্যাপল ৷
অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (রিটেল) ডেইড্রে ও'ব্রায়েন বলেন, "আমরা একটি টিম তৈরি করতে পেরে খুবই আনন্দিত ৷ ভারতে আরও স্টোর খোলার পরিকল্পনা করছি ৷দেশ জুড়ে গ্রাহকদের সুবিধার্থে এই উদ্যোগ ৷ অ্যাপলের সৃজনশীলতা ক্রেতারা সানন্দে গ্রহণ করেছেন । আমাদের পণ্য এবং পরিষেবাগুলি যাতে সহজেই ক্রেতাদের কাছে পৌঁছে যায় তাই এই উদ্যোগ ৷ এক বিবৃতেই সংস্থার তরফে ঘোষণা করা হায়েছে, ভারতে তৈরি হবে আইফোন 16 সিরিজ ৷ ভারতে উৎপাদিত iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max-সহ iPhone 16 দেশের বাইরেও রফতানি করার পরিকল্পনা আছে ৷
2023-এর এপ্রিল মাসে অ্যাপল ভারতে দু’টি স্টোর খুলেছিল ৷ একটি দিল্লিতে এবং অন্যটি মুম্বইতে। এদিন আমেরিকান টেক জায়ান্ট অ্যাপল প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এবার বেঙ্গালুরু, পুনে, দিল্লি-এনসিআর এবং মুম্বাইতে পরিকল্পনা রয়েছে সংস্থাটির ৷ আগামী বছর অর্থাৎ 2025 সালের মধ্যে এই সমস্ত রিটেইল স্টোর খোলা হবে এই চার মেট্রো শহরে ৷
মডেল
মেমরি
দাম (টাকা)
iPhone 16 Pro
128GB
1,19,900,
iPhone 16 Pro
256GB
1,29,990
iPhone 16 Pro
512GB
1,49,900
iPhone 16 Pro
1TB
1,69,900
অ্যাপল 2017 সালে ভারতে আইফোন অ্যাসেম্বিলিং-এর কাজ শুরু হয়। সূত্রের মতে, ভারতে তৈরি হাই-এন্ড, মেড-ইন-ইন্ডিয়া আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্স এই মাস থেকে ক্রেতারা হাতে পেতে পারেন ৷ ভারতে iPhone 16 Pro-এর 128GB, 256GB, 512GB এবং 1TB ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,19,900, Rs 1,29,990, 1,49,900 এবং 1,69,900৷ অন্যদিকে, ভারতে iPhone 16 Pro Max-এর 256GB, 512GB এবং 1TB ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,44,900 টাকা, 1,64,900 টাকা এবং 1,84,900 টাকা।