পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

প্রথম 'মেড ইন ইন্ডিয়া' আইফোন 16 বিক্রি শুরু চলতি মাসে - iPhone 16 Pro Max - IPHONE 16 PRO MAX

চলতি মাসেই ভারতে তৈরি আইফোন 16 প্রো সিরিজি বিক্রি শুরু ৷ অ্যাপলের তরফে জানানো হয়েছে ক্রেতাদের কথা ভেবেই 4টি নতুন স্টোর খোলা হবে ভারতে ৷

IPHONE
আইফোন 16 সিরিজ (ফাইল ছবি)

By ETV Bharat Tech Team

Published : Oct 4, 2024, 5:28 PM IST

নয়াদিল্লি:ভারতে তৈরি 'মেড ইন ইন্ডিয়া' আইফোন 16 প্রো সিরিজের বিক্রি শুরু হতে চলেছে ৷ এই মাস থেকেই 16 প্রো সিরিজ হাতে পাবেন ক্রেতারা ৷ শুক্রবার এমনটাই জানানো হয়েছে অ্যাপলের তরফে ৷ পাশাপাশি পুনে, ব্যাঙ্গালোর, দিল্লি ও মুম্বইয়ে আরও চারটি নতুন স্টোর খুলতে চলেছে টেক জায়ান্ট অ্যাপল ৷

আরও সস্তা আইফোন, নতুন রূপে বাজারে আসছে SE সিরিজ

অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (রিটেল) ডেইড্রে ও'ব্রায়েন বলেন, "আমরা একটি টিম তৈরি করতে পেরে খুবই আনন্দিত ৷ ভারতে আরও স্টোর খোলার পরিকল্পনা করছি ৷দেশ জুড়ে গ্রাহকদের সুবিধার্থে এই উদ্যোগ ৷ অ্যাপলের সৃজনশীলতা ক্রেতারা সানন্দে গ্রহণ করেছেন । আমাদের পণ্য এবং পরিষেবাগুলি যাতে সহজেই ক্রেতাদের কাছে পৌঁছে যায় তাই এই উদ্যোগ ৷ এক বিবৃতেই সংস্থার তরফে ঘোষণা করা হায়েছে, ভারতে তৈরি হবে আইফোন 16 সিরিজ ৷ ভারতে উৎপাদিত iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max-সহ iPhone 16 দেশের বাইরেও রফতানি করার পরিকল্পনা আছে ৷

মডেল মেমরি দাম (টাকা)
iPhone 16 Pro Max 256GB 1,44,900
iPhone 16 Pro Max 512GB 1,64,900
iPhone 16 Pro Max 1TB 1,84,900

হোয়াটসঅ্যাপে চাকরির টোপ, একটু ভুলে ঠাঁই হতে পারে শ্রীঘরে

2023-এর এপ্রিল মাসে অ্যাপল ভারতে দু’টি স্টোর খুলেছিল ৷ একটি দিল্লিতে এবং অন্যটি মুম্বইতে। এদিন আমেরিকান টেক জায়ান্ট অ্যাপল প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এবার বেঙ্গালুরু, পুনে, দিল্লি-এনসিআর এবং মুম্বাইতে পরিকল্পনা রয়েছে সংস্থাটির ৷ আগামী বছর অর্থাৎ 2025 সালের মধ্যে এই সমস্ত রিটেইল স্টোর খোলা হবে এই চার মেট্রো শহরে ৷

মডেল মেমরি দাম (টাকা)
iPhone 16 Pro 128GB 1,19,900,
iPhone 16 Pro 256GB 1,29,990
iPhone 16 Pro 512GB 1,49,900
iPhone 16 Pro 1TB 1,69,900

অ্যাপল 2017 সালে ভারতে আইফোন অ্যাসেম্বিলিং-এর কাজ শুরু হয়। সূত্রের মতে, ভারতে তৈরি হাই-এন্ড, মেড-ইন-ইন্ডিয়া আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্স এই মাস থেকে ক্রেতারা হাতে পেতে পারেন ৷ ভারতে iPhone 16 Pro-এর 128GB, 256GB, 512GB এবং 1TB ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,19,900, Rs 1,29,990, 1,49,900 এবং 1,69,900৷ অন্যদিকে, ভারতে iPhone 16 Pro Max-এর 256GB, 512GB এবং 1TB ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,44,900 টাকা, 1,64,900 টাকা এবং 1,84,900 টাকা।

দিওয়ালির আগেই বাজারে আসছে দুর্দান্ত ফিচারের একাধিক স্মার্টফোন

ABOUT THE AUTHOR

...view details