পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

ভারতের বাজারে লঞ্চ হল অ্যাপলের নতুন আইপ্যাড মিনি - APPLE IPAD MINI

অ্যাপল ভারতে নতুন আইপ্যাড মিনি লঞ্চ করেছে। দাম শুরু হচ্ছে 49,900 টাকা থেকে। চলতি মাসের 23 তারিখ থেকে বিক্রি শুরু হবে ৷

APPLE IPAD MINI
ভারতে লঞ্চ হল অ্যাপল আইপ্যাড মিনি (ছবি অ্যাপল ইন্ডিয়া)

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2024, 7:29 PM IST

হায়দরাবাদ: আইফোন 16-এর পর এবার আইপ্যাড ৷ ভারতীয় বাজারে নতুন আইপ্যাড মিনি লঞ্চ করল আমেরিকান টেক জায়ান্ট অ্যাপল ৷ এটি অ্যাপলের সবচেয়ে ছোট আইপ্যাড A17 প্রো চিপ দ্বারা চালিত ৷ এতে রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স ৷ 49 হাজার টাকা থেকে দাম শুরু হচ্ছে নতুন আইপ্য়াড মিনির ৷

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ভিডিয়ো কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন থেকে লো লাইট মোড

অ্যাপল আইপ্যাড মিনির দাম এবং কোথায় পাওয়া যাচ্ছে
নতুন আই-প্যাড মিনি নীল, বেগুনি, স্টারলাইট এবং স্পেস গ্রে রঙে পাওয়া যাচ্ছে। নতুন iPad Mini-এর Wi-Fi মডেলের দাম শুরু হচ্ছে 49,900 টাকা থেকে ৷ Wi-Fi + সেলুলার মডেলের দাম 64,900 টাকা ৷ নতুন আইপ্যাড মিনিতে রয়েছে 128GB স্টোরেজ ৷ আগের স্টোরেজের থেকে দ্বিগুণ।শুধু তাই নয়, নতুন iPad Mini 256GB এবং 512GB কনফিগারেশনেও পাওয়া যাচ্ছে। গ্রাহকরা বুধবার থেকে নতুন আইপ্যাড মিনি প্রি-অর্ডার করতে পারবেন ৷ 23 অক্টোবর থেকে এটির বিক্রি শুরু হবে।

অ্যাপল আইপ্যাড মিনির বৈশিষ্ট্য:
আইপ্যাড মিনিতে রয়েছে 8.3 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে । অ্যাপলের তরফে জানানো হয়েছে A17 প্রো প্রসেসর থাকায় এটি দ্রুত গতিতে কাজ করে ৷ এতে রয়েছে দ্রুততর সিপিইউ এবং জিপিইউ ৷ পূর্ববর্তী প্রজন্মের আইপ্যাড মিনি থেকে 2 গুণ দ্রুত একটি নিউরাল ইঞ্জিন এবং অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে ৷

মাত্র 2 হাজার টাকাতে বুকিং করা যাবে স্যামসাং-এর স্মার্ট রিং

নতুন এই iPad Mini অ্যাপল পেন্সিল প্রো সমর্থন করে। এটিতে একটি 12MP ব্যাক ক্যামেরা রয়েছে, যা স্মার্ট HDR 4 সাপোর্ট করে। একটি শক্তিশালী 16-কোর নিউরাল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ৷ নতুন আইপ্যাড মিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ক্যামেরা অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে বস্তুকে চিনতে পারে ৷ প্রয়োজনে ফ্ল্যাশ ব্যবহার করে সুন্দর ছবি তোলে ৷

আই প্যাড মিনিতে রয়েছে 12MP আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও। অ্যাপলের মতে, নতুন আইপ্যাড মিনির ব্যাটারিও উন্নত মানের ৷ একবার চার্জ দিলেই সেটি দীর্ঘক্ষণ চলে ৷ নতুন আইপ্যাড মিনি Wi-Fi 6E সাপোর্ট করে ৷ ব্যবহারকারীরা দ্রুত ফাইল ডাউনলোড করতে, অনলাইন গেম খেলতে এবং মুভি দ্রুত স্ট্রিমিংয়ে সাহায্য করে ৷

হোয়াটসঅ্যাপের লুকনো ফিচার! যা দিয়ে একসঙ্গে একাধিক ব্যক্তিকে মেসেজ করা যায়

ABOUT THE AUTHOR

...view details