হায়দরাবাদ: আইফোন 16-এর পর এবার আইপ্যাড ৷ ভারতীয় বাজারে নতুন আইপ্যাড মিনি লঞ্চ করল আমেরিকান টেক জায়ান্ট অ্যাপল ৷ এটি অ্যাপলের সবচেয়ে ছোট আইপ্যাড A17 প্রো চিপ দ্বারা চালিত ৷ এতে রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স ৷ 49 হাজার টাকা থেকে দাম শুরু হচ্ছে নতুন আইপ্য়াড মিনির ৷
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ভিডিয়ো কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন থেকে লো লাইট মোড
অ্যাপল আইপ্যাড মিনির দাম এবং কোথায় পাওয়া যাচ্ছে
নতুন আই-প্যাড মিনি নীল, বেগুনি, স্টারলাইট এবং স্পেস গ্রে রঙে পাওয়া যাচ্ছে। নতুন iPad Mini-এর Wi-Fi মডেলের দাম শুরু হচ্ছে 49,900 টাকা থেকে ৷ Wi-Fi + সেলুলার মডেলের দাম 64,900 টাকা ৷ নতুন আইপ্যাড মিনিতে রয়েছে 128GB স্টোরেজ ৷ আগের স্টোরেজের থেকে দ্বিগুণ।শুধু তাই নয়, নতুন iPad Mini 256GB এবং 512GB কনফিগারেশনেও পাওয়া যাচ্ছে। গ্রাহকরা বুধবার থেকে নতুন আইপ্যাড মিনি প্রি-অর্ডার করতে পারবেন ৷ 23 অক্টোবর থেকে এটির বিক্রি শুরু হবে।
অ্যাপল আইপ্যাড মিনির বৈশিষ্ট্য:
আইপ্যাড মিনিতে রয়েছে 8.3 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে । অ্যাপলের তরফে জানানো হয়েছে A17 প্রো প্রসেসর থাকায় এটি দ্রুত গতিতে কাজ করে ৷ এতে রয়েছে দ্রুততর সিপিইউ এবং জিপিইউ ৷ পূর্ববর্তী প্রজন্মের আইপ্যাড মিনি থেকে 2 গুণ দ্রুত একটি নিউরাল ইঞ্জিন এবং অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে ৷